Homeবিনোদনযুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে দলছুট

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে দলছুট

[ad_1]

কিছুদিন আগে কানাডা মাতিয়ে এসেছেন। এবার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র সফরের। এ বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে দলছুট নিয়ে যুক্তরাষ্ট্র সফরে বের হতে চান বাপ্পা মজুমদার। অনেক বছর পর গানে গানে মার্কিনমুলুক মাতাবেন এই গায়ক। জানা গেছে, দেশটির ১০টির বেশি শহরে গান করবেন তিনি। যার মধ্যে রয়েছে নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগো প্রভৃতি শহর।

দলছুটের এই সংগীত সফরের আয়োজন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক আয়োজক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড। প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল জাহেদ বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন সংগীতশিল্পী। সংগীতে তাঁর এখন গোল্ডেন এজ চলছে। সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে তাঁর আলাদা মর্যাদা রয়েছে। অনেক বছর তিনি যুক্তরাষ্ট্রে আসেননি। কিন্তু এখানকার শ্রোতারা তাঁর গান শুনতে চান, তাঁর পারফরম্যান্স দেখতে উদ্‌গ্রীব হয়ে আছেন। সেই বিবেচনায় আমরা এই সফরের আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনকে সফল করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’

বাপ্পা মজুমদার; ছবি: সংগৃহীত
বাপ্পা মজুমদার; ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে মজুমদার বলেন, ‘এই সংগীত সফরের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে আছে। এখন চলছে সফর সূচি তৈরির কাজ। আমরা বেশ কয়েকটি শহরে গান করার পরিকল্পনা করছি। আশা করছি, সব ঠিকঠাক মতো করা গেলে এটা একটি স্মরণীয় সংগীত সফর হবে আমাদের জন্য।’

দলছুটের বর্তমান লাইন আপে রয়েছেন বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) ও শাহান কবন্ধ (ম্যানেজার)।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত