Homeবিনোদনযেভাবে সজীব থাকেন জেনেলিয়া | কালবেলা

যেভাবে সজীব থাকেন জেনেলিয়া | কালবেলা

[ad_1]

বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। সবসময়ই ফিট থাকতে পছন্দ করেন তিনি। সম্প্রতি ‘প্রিটি হেলদি উইথ ডা. প্রীতি’ নামক একটি পডকাস্টে তিনি জানিয়েছেন, কীভাবে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে তিনি আরও বেশি সুস্থ ও সতেজ থাকছেন।

জেনেলিয়া জানান, ২০১৭ সালে তিনি নিরামিষভোজী হন এবং পরবর্তীকালে দুধ ও দুগ্ধজাত পণ্যও খাদ্যতালিকা থেকে বাদ দেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি পুরোপুরি উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েন এবং এখন প্রতিদিন সেটাই অনুসরণ করছেন।

এ নিয়ে জেনেলিয়া বলেন, ‘উদ্ভিদভিত্তিক খাদ্য গ্রহণে পরিকল্পনা অত্যন্ত জরুরি। আমি প্রতি মাসে খাদ্য পরিকল্পনা করি যাতে প্রোটিন ও অন্যান্য পুষ্টি ঠিকভাবে পাওয়া যায়। স্বাস্থ্যকর খাওয়া কখনোই একঘেয়ে নয়। আপনি জীবনে সুস্থ ও সতেজ থাকতে হলে এমন রুটিনের বিকল্প নেই।’ জেনেলিয়া উদ্ভিদভিত্তিক খাদ্যে প্রোটিনের ঘাটতি নিয়ে প্রচলিত ধারণার বিরুদ্ধে সবসময়ই সরব, যা নিয়ে তিনি আরও বলেন, ‘এমনকি কলাতেও প্রোটিন রয়েছে। আমি নিজে ১০০ কিলোগ্রাম ওজন তুলেছি আমার এ খাদ্যাভ্যাস বজায় রেখেই। প্রোটিনের ঘাটতি নিয়ে যা বলা হয়, তা সম্পূর্ণ ভুল ধারণা।’ এরপর ভারতীয় খাদ্যাভ্যাসের প্রশংসা করে জেনেলিয়া বলেন, ‘ভারতীয় খাবারে প্রচুর ঘরোয়া পদ, মসলা ও স্বাদ থাকে, যা একে সুস্বাদু ও পুষ্টিকর করে তোলে। আপনি নিরামিষ, আমিষ বা নিরামিষাশী—যে ধরনের খাবারই খান না কেন, সচেতনভাবে খেলে তা সবসময়ই স্বাস্থ্যকর হতে পারে।’ এ সময় স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য সচেতন খাদ্যাভ্যাসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন জেনেলিয়া ডি’সুজা। এদিকে অনেক দিন পর আবারও বড় পর্দায় দেখা যাবে জেনেলিয়াকে। আগামী ২০ জুন মুক্তি পেতে যাওয়া ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ সিনেমার প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত