Homeবিনোদনযে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি


বলিউডের জনপ্রিয় দুই তারকা ইমরান হাশমি ও আলিয়া ভাট সম্পর্কে কাজিন হলেও আজ পর্যন্ত পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। ভক্তরা বহুদিন ধরেই এই দুই দক্ষ পারফর্মারকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছেন, সুযোগ পেলে তিনি অবশ্যই আলিয়ার সঙ্গে কাজ করতে চান।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘সঠিক স্ক্রিপ্ট ও অভিজ্ঞ নির্মাতা থাকলে আমি অবশ্যই আলিয়ার সঙ্গে কাজ করতে চাই।’

পাশাপাশি তিনি আলিয়ার অভিনয় দক্ষতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যেভাবে নিজেকে গড়ে তুলেছে, তা সত্যিই অসাধারণ। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং প্রতিভার সম্মিলিত ফলাফল আজকের আলিয়া।’

ইমরান আরও জানান, আলিয়া আজ নিজের যোগ্যতায় বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছে। তিনি বলেন, ‘পরিবারের সমর্থন গুরুত্বপূর্ণ হলেও, অভিনয় একটি একক সংগ্রামের পথ। ক্যামেরার সামনে শেষ পর্যন্ত নিজেকেই প্রমাণ করতে হয়।’

দ্য রণবীর শোতে এক প্রশ্নের উত্তরে ইমরান হাশমি জানান, মহেশ ভাটের মতো অভিভাবকরা পরবর্তী প্রজন্মের জন্য দিকনির্দেশনা দেন এবং ভিত্তি তৈরি করে দেন। তবে ইমরান স্পষ্ট করেন, পারিবারিক সংযোগ সুবিধা দিতে পারে ঠিকই, কিন্তু প্রতিভা ও কঠোর পরিশ্রম ছাড়া টিকে থাকা সম্ভব নয়। অনেক বহিরাগতও আজ বলিউডে নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন। তাই আলিয়ার সাফল্য একেবারেই তার নিজের যোগ্যতার ফল।

ইমরান হাশমিকে সবশেষ দেখা যায় চলতি বছরের ২৫ এপ্রিল মুক্তিপ্রাপ্ত তেজস প্রভা বিজয় দেওস্কর পরিচালনায় নির্মিত সিনেমা ‘গ্রাউন্ড জিরো’ সিনেমায়। ইমরানের পাশাপাশি ছবিতে অভিনয় করেন সাই তামহঙ্কর,রকি রাইনা, পুণিত তিওয়ারিসহ আরও অনেকে।

এদিকে আলিয়া ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা আলফা নিয়ে। ছবিটি পরিচালনা করছেন শিব রাওয়াইল। আলিয়ার পাশাপাশি এ সিনেমায় আরও অভিনয় করেছেন শর্বরী, হৃত্বিক রোশান, অনিল কাপুর, ববি দেউলসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রেক্ষাগৃহে ছবিটির দেখা মিলবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত