Homeবিনোদনযে কারণে কনসার্ট থেকে বাদ ন্যান্সি

যে কারণে কনসার্ট থেকে বাদ ন্যান্সি

[ad_1]

সম্প্রতি বিদেশ ট্যুর শেষে দেশে ফিরেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। রয়েছে তার গানের ব্যস্ততা, আছে স্টেজ শো। এর ম্যেধই একটি শো থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। যা নিয়ে ফেসবুকেও দিয়েছেন একটি স্ট্যাটাস।

বুধবার (৩০ এপ্রিল) বুয়েট ক্লাবের একটি আয়োজনে গান গাওয়ার কথা ছিল ন্যান্সির। তবে অনুষ্ঠানের আগে জানতে পারেন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার নাম।

এরপর আজ বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন এই শিল্পী। যেখানে তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গত রাতে জানতে পারি, শিল্পী তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে আয়োজক (সংগত কারণেই তার নাম বলছি না) হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমায় যা জানিয়েছেন, সেটা হুবহু তুলে ধরা হলো–

আজ হঠাৎ বুয়েট ক্লাবে আসতে বললেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ভাই। এসে শুনি, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। কালকের প্রোগ্রামে কোনো ‘রাজনৈতিক শিল্পী’ এলে বিপরীত সমর্থকরা প্রোগ্রাম বয়কট করবে। ক্যান্ডিডেট ভাই তাই এটার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন! আমিও ভীষণ দুঃখিত।’

এরপর ন্যান্সি প্রশ্ন তুলে লিখেছেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানি না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’

এরপর আয়োজকদের উদ্দেশে পুরো সম্মানি তার বাসায় পাঠিয়ে দেওয়ার কথা বলেন ন্যান্সি আরও লিখেছেন,‘ যাই হোক, নিয়ম অনুযায়ী পুরো সম্মানি আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন।

সবশেষ এই শিল্পী লিখেছেন, ‘অনুষ্ঠানের একটি প্রোমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’। আপনারা পারেনও বটে!’

আয়োজকদের উদ্দেশ্যে ন্যান্সির এমন স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এ বিষয়ে বুয়েট ক্লাবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত