Homeবিনোদনরজনীকান্তের ‘কুলি’ সিনেমায় অতিথি আমির

রজনীকান্তের ‘কুলি’ সিনেমায় অতিথি আমির

[ad_1]

গুঞ্জন আগে থেকেই ছিল। তাতে নিশ্চয়তার সিলমোহর পড়ল এত দিনে। ২০ জুন মুক্তি পাবে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। সিনেমার প্রচারে বর্তমানে ব্যস্ত সময় কাটছে অভিনেতার। প্রতিদিন সাক্ষাৎকার দিচ্ছেন সংবাদমাধ্যমে। সম্প্রতি চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সঙ্গে গল্পে গল্পে পুরোনো সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন আমির। নিশ্চিত করলেন, রজনীকান্তের ‘কুলি’তে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শেষের দিকে অতিথি চরিত্র হয়ে দেখা দেবেন আমির।

সাধারণত কোনো সিনেমায় কাজের আগে দীর্ঘদিনের প্রস্তুতি থাকে আমিরের। গল্প, চিত্রনাট্য, সংগীত—খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকেন। কিন্তু কুলিতে তিনি সেসব কিছু করেননি। পুরোটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশ কানাগরাজের হাতে। আমির শুধু সেটে গিয়ে নির্মাতার নির্দেশমতো শট দিয়েছেন। এমনকি কুলিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হওয়ার আগে গল্পও শুনতে চাননি। কারণ, এতে রজনীকান্ত রয়েছেন।

আমির বলেন, ‘আমি রজনী স্যারের অনেক বড় ভক্ত। তাঁকে পাগলের মতো ভালোবাসি। যখন লোকেশ আমাকে কুলিতে অভিনয়ের প্রস্তাব দেয়, জানায় যে এতে রজনীকান্ত অভিনয় করছেন; আমি আর কিছু শুনতে চাইনি। তখনই বলে দিয়েছি, গল্প যা-ই হোক, যদি রজনী স্যার অভিনয় করেন, আমি সিনেমাটি করব। কুলিতে আমি গুরুত্বপূর্ণ একটি অতিথি চরিত্রে অভিনয় করেছি। সিনেমার শেষের দিকে আমার অংশটি আসবে।’

তামিল ভাষার এই অ্যাকশন থ্রিলারে রজনীকান্ত-আমির ছাড়াও রয়েছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। পরিচালনায় ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’-এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত কুলি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।

আমির জানিয়েছেন, লোকেশ কানাগরাজের সঙ্গে আরেকটি সিনেমা করতে যাচ্ছেন তিনি। তাতে অতিথি চরিত্র নয়, নায়ক হিসেবে পাওয়া যাবে আমিরকে। কুলির পর ‘কয়েদি’ নামে আরেকটি সিনেমা বানাচ্ছেন লোকেশ। এর কাজ শেষ হওয়ার পর আগামী বছরের শেষার্ধে শুরু হবে আমির-লোকেশের সেই সিনেমার শুটিং।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত