Homeবিনোদনলাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

[ad_1]

লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধরল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গতকাল শনিবার বিকেলে গায়ক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেন।

বিয়েতে দর্শন আইভরি রঙের শেরওয়ানি ও ধরল সুরেলিয়া লাল রঙের লেহেঙ্গা পরেন। ক্যাপশনে দর্শন লেখেন, ‘আমার চিরকালের সেরা বন্ধু’।

দর্শন রাভাল ২০১৪ সালে ইন্ডিয়াজ র-স্টার-এর প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে খ্যাতি অর্জন করেন। যদিও তিনি ওডিশার ঋতুরাজ মহান্তির কাছে হেরে রানারআপ হয়েছিলেন। এই শো তাঁর বলিউড প্লেব্যাক গায়ক হিসেবে ক্যারিয়ার শুরুর পথ প্রশস্ত করেছিল।

দর্শনের ২০১৫ সালে বলিউডে অভিষেক হয়। তাঁর সুপারহিট গান চোগারা (লভয়াত্রি) তাঁকে তারকা খ্যাতি এনে দেয়। এরপর তিনি শেরশাহ সিনেমায় কভি তুমহে, রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমায় ধিন্ডোরা বাজে রে এবং ইশক বিশক রিবাউন্ড-এর সনি সনির মতো জনপ্রিয় গান গেয়েছেন।

বিয়েতে দর্শন রাভাল ও ধরল সুরেলিয়া। ছবি: সংগৃহীত

বিয়েতে দর্শন রাভাল ও ধরল সুরেলিয়া। ছবি: সংগৃহীত

দর্শন গুজরাটি ও তেলুগু গানও গেয়েছেন। জার্সি সিনেমার নীডা পড়াধানি, কণ্ঠ দিয়েছেন। ধরল সুরেলিয়ার ইনস্টাগ্রাম বায়ো থেকে জানা যায়, তিনি পেশায় একজন স্থপতি ও ডিজাইনার।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত