Homeবিনোদনলিজার নতুন গান | কালবেলা

লিজার নতুন গান | কালবেলা

[ad_1]

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। বেশ কিছুদিন বিরতির পর আবারও একটু একটু করে স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন। তবে অনেক দিন নতুন কোনো মৌলিক গান প্রকাশ হচ্ছিল না তার। হোক সেটা লিজার নিজের চ্যানেলে কিংবা অন্য কোনো ইউটিউব চ্যানেলে। এবার নিজের চ্যানেলের বাইরেই নতুন একটি মৌলিক গান প্রকাশ হলো।

গানের শিরোনাম ‘খুব প্রিয় আমার’। গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন ফিদেল নাঈম। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন রেজওয়ান শেখ। স্টুডিও ভার্সনে গানটির মিউজিক ভিডিও করেছেন মো. এখলাস। গানটি ইউটিউবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘গানটির প্রথম দুটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শ্রোতা-দর্শকের জন্য প্রথম দুটি লাইন আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। আর প্রথম দুটি লাইন হচ্ছে, ‘খুব প্রিয় আমার ঐ দু চোখ তোমার, ঐ চোখে চেয়ে স্বপ্ন গেছি পেয়ে।’ গানটি যখনই প্রথম শুনেছি তখন থেকেই আমি দুটি লাইন গুনগুন করে গাইতাম। ভীষণ ভালো লাগত আমার গানের কথা ও সুর। ধন্যবাদ গীতিকার শেখ নজরুল ভাইসহ গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি। গানের বাণী ও সুরের সমন্বয়ে একটা অন্যরকম গান হয়েছে। আমার কাছে তো আমার গান ভালো লাগবে এটাই স্বাভাবিক। তবে সফট মেলোডি ঘরানার গান যারা ভালোবাসেন, শুনতে আগ্রহী, তাদের জন্য এ গানটি একদম পারফেক্ট। এরই মধ্যে কেউ কেউ গানটি শুনেছেন, গানটিকে ঘিরে তাদের ভালোলাগার কথা প্রকাশ করেছেন। সত্যি বলতে কি, আমি আগামীতে এমন কিছু গান আরও করে যেতে চাই, যে গানগুলোই হয়তো শ্রোতা-দর্শকের মধ্যে আমাকে বাঁচিয়ে রাখবে। জীবনে তো আসলে গান ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাবার অবকাশ নেই। গানই তো জীবনজুড়ে। তাই সব ভাবনা গানকে ঘিরেই।’

লিজা আরও জানান, আগামী ডিসেম্বরে বেশ কয়েকটি স্টেজ শোতে তিনি সংগীত পরিবেশন করবেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত