Homeবিনোদনশাকিবের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু


শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যান মনির হোসেনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে রাজশাহী নগরীর হাইটেক পার্ক এলাকায় শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিনেমাটির পরিচালক রায়হান রাফী বলেন, “মনির ভাই দুপুরে একটি শট দেন। এরপর স্বাভাবিকভাবে সবার সঙ্গে গল্পগুজব করছিলেন। কিন্তু কিছু সময় পর হঠাৎ করে শরীর খারাপ লাগার কথা বলেন। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান, তিনি আর নেই।”

তিনি আরও জানান, “সম্ভবত সকালেই তার স্ট্রোক হয়েছিল, তবে তিনি সেটা বুঝতেও দেননি কাউকে। এমনকি শারীরিকভাবে খারাপ লাগার কথাও বলেননি।”

মনির হোসেন নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন এবং কয়েক বছর ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন।
‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে রাজশাহীর হাইটেক পার্কে নির্মিত একটি বিশেষ সেটে। আসন্ন ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত