Homeবিনোদনশাকিব খানকে আমরা এখনো ব্যবহার করতে পারিনি : নাঈম 

শাকিব খানকে আমরা এখনো ব্যবহার করতে পারিনি : নাঈম 

[ad_1]

অভিনেতা ও মডেল এফ এস নাঈম। অভিনয়কে তিনি হৃদয় থেকে ভালোবাসেন। চরিত্রের জন্য নিজেকে ভেঙে চুরমার করতে একটুও কার্পণ্য করনে না। অভিনয়ে নিজেকে আরও পরিপক্ব করতে প্রতিনিয়ত করেন কঠোর পরিশ্রম। ভক্ত হলিউড-বলিউডের অনেক তারকার কাজেরই। তবে ঢাকাই তারকা শাকিব খানের সম্প্রতিক কাজগুলো মন জয় করেছে এই অভিনেতার। কালবেলার সঙ্গে আলাপ কালে এমনটাই জানালেন তিনি।

এফ এস নাঈম বলেন, ‘আমার কাছে শাকিব ভাইকে একজন পরিপূর্ণ পারফর্মার লাগে। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখে এমনটাই মনে হয়েছে। কারণ প্রিয়তমাতে এক শাকিব- রাজকুমার আরেক শাকিব, এরপর ‘তুফান’ আর দরদে পর্দায় একেবারেই ভিন্ন উপস্থিতি। সবকিছু মিলিয়ে পর্দায় তার ভার্সেটাইল উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। এরপরই আমার মনে হয়েছে শাকিব খানকে আমরা এখনো ব্যবহার করতে পারিনি। ইন্ডাস্ট্রিতে তার আরও অনেক কিছু দেওয়ার আছে।’

এ সময় নাঈম নিজের কাজ নিয়েও কথা বলেন। জানান ভালো একটি কাজ উপহার দিতে নিজের সর্বোচ্চ দিয়ে সবসময় চেষ্টা করেনে। যার প্রমাণ তার সর্বশেষ প্রকাশ পাওয়া ‘কালপুরুষ’ ওয়েব সিরিজে দিয়েছেন তিনি। এই সিরিজে অভিনয়ের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলেন নাঈম।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত