Homeবিনোদনশাকিব খানকে ঘিরে অপু-বুবলীর সন্তান ও স্মৃতি নিয়ে প্রতিযোগিতা

শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর সন্তান ও স্মৃতি নিয়ে প্রতিযোগিতা


ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খানকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তার দুই প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। এবার আলোচনার সূত্রপাত হয়েছে সোশ্যাল মিডিয়ায় সন্তানদের সঙ্গে শাকিব খানের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও সেইসঙ্গে সংবেদনশীল ক্যাপশন পোস্টকে ঘিরে।

ঘটনার শুরু মঙ্গলবার দুপুরে, যখন বুবলী তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের কয়েকটি ঘনিষ্ঠ ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায়, বাবা শাকিব আদরে জড়িয়ে ধরেছেন ছোট্ট বীরকে, কোথাও বা চুমু খাচ্ছেন, আবার কোথাও বা দুজনে মেতে উঠেছেন খুনসুটিতে। ছবির ক্যাপশনে বুবলী লেখেন : ‘পরিবার―যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।’

এই পোস্টটি নেটিজেনদের চোখে পড়ে মুহূর্তেই। তবে ঘটনাটি তখন আরও নাটকীয় হয়ে ওঠে যখন কিছুক্ষণ পর অপু বিশ্বাসও একইরকমভাবে নিজের ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিবের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন।

অপুর শেয়ার করা ছবিগুলোতেও দেখা যায়—বাবা-ছেলে গভীর ঘুমে, কাঁধে মাথা রেখে এক গভীর পারিবারিক বন্ধনের ইঙ্গিত। কিন্তু ক্যাপশনটিই যেন বুবলীর পোস্টের একটি পরোক্ষ জবাব : ‘বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে, আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’ (শেষে ‘ভালোবাসা’ ইমোজি ও ‘পরিবার’ শব্দের উল্লেখ।)

এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই একে দেখছেন বাবা-সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে, আবার কেউ কেউ বলছেন, এটি আসলে দুই নায়িকার মধ্যে একধরনের মানসিক প্রতিযোগিতা, যেখানে সামাজিক স্বীকৃতির জন্য চলছে ‘ফ্যামিলি ব্র্যান্ডিং’।

অপু ও বুবলী দুজনেই বিভিন্ন সময়ে শাকিবকে নিজেদের স্বামী বলে দাবি করে এসেছেন, যদিও শাকিব খান একাধিক সাক্ষাৎকারে তাদের ‘প্রাক্তন স্ত্রী’ বলেই উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে তাদের সঙ্গে সম্পর্কের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন।

তবে দুই সন্তানের প্রতি শাকিবের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠেনি। সুযোগ পেলেই তিনি সন্তানদের সঙ্গে সময় কাটান, আর এবার সেই মুহূর্তগুলোই যেন পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ার ‘স্মৃতিযুদ্ধের অস্ত্র’-এ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত