Homeবিনোদনশাকিব-সাবিলাকে টেক্কা দিলেন জোভান   

শাকিব-সাবিলাকে টেক্কা দিলেন জোভান   

[ad_1]

ঈদের আগে ছোট একটি গানের ক্লিপসের মাধ্যমে ভাইরাল হন ছোট পর্দার অভিনেতা জোভান। সোশ্যাল মিডিয়ায় কটু কথার শিকার হতে হয়েছিল এই অভিনেতাকে।

অথচ ৮ জুন রাতে ‘আশিকি’ নাটকটি প্রকাশের পর ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরের রয়েছে। মজার তথ্য এই তালিকায় ‘আশিকি’র বেশ পরে অবস্থান করছে ‘তাণ্ডব’ সিনেমার তুমুল হিট গান ‘লিচুর বাগানে’! বিগ বাজেটের গানটিতে পারফর্ম করেছেন শাকিব খান ও সাবিলা নূর।

নাটকটি মুক্তির আগেই জোভানের ‘ওরে মন ওরে মন’ অভিনীত একটি গানের ক্লিপ ভাইরাল হয়। বলা দরকার, এই নাটকে জোভানকে দেখা যাচ্ছে মধ্যবিত্ত ঘরের ছেলে আশিক চরিত্রে। তার বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার।
অন্যদিকে একই কলেজের শিক্ষার্থী ধনীর দুলালী জেস। কলেজে যার প্রভাবের অন্ত নেই। এই জেস চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা।

বিষয়টি এমন নয়, অবশেষে আশিক-জেসের পরিচয় ও প্রেম এবং ঘরপালিয়ে বিয়ে! বরং এই গল্পে রয়েছে জটিল সব বাঁক। রয়েছে আনন্দ আর বিষাদের অসাধারণ মেলবন্ধন। রয়েছে অসাধারণ দুটি গানও। সব মিলিয়ে এবারের ঈদে ‘আশিকি’ যেন মেলো-ড্রামাটিক এক সিনেমার স্বাদ নিয়ে হাজির হয়েছে ইউটিউব পর্দায়, মানুষের ঘরে ঘরে।

সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটি মুক্তি দুই দিনের মাথায় অতিক্রম করেছে ৫০ লাখ ভিউ-এর ঘর।

‘আশিকি’ নির্মাণ করেছেন ইমরোজ শাওন। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার।

এই নাটকে বিশেষ চমক হিসেবে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনাকেও দেখা গেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত