Homeবিনোদনশামীম-তানিয়ার ‘আনিস সাহেব’ | কালবেলা

শামীম-তানিয়ার ‘আনিস সাহেব’ | কালবেলা

[ad_1]

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জুটি বেঁধে এরই মধ্যে তারা বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এবার আরও একটি নাটকে অভিনয় করলেন তারা। নাম ‘আনিস সাহেব’। এটি পরিচালনা করছেন সময়ের ব্যস্ত নির্মাতা জুবায়ের ইবনে বকর। নাটকের গল্প ‘আনিস সাহেব’ চরিত্রে অভিনয় করা শামীম হাসানকে নিয়ে। যে একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। তিনি একেবারেই মিথ্যা বলা মানুষ পছন্দ করেন না। যার কারণে তার সঙ্গে যদি কেউ মিথ্যা বলে এবং ধরা পরে যায়, তাহলে প্রচণ্ড রেগে যান তিনি, তুলেন গায়ে হাতও। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘আনিস সাহেব’। এর নির্মাতা জুবায়ের ইবনে বকর কালবেলাকে বলেন, ‘এই নাটকের প্রধান শক্তি গল্প। যার জন্যই দর্শক দেখবে বলে আমি আশাবাদী। এ ছাড়া নাটকের প্রধান দুই চরিত্রে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি দুর্দান্ত অভিনয় করেছেন। তাদের সঙ্গে কাজ করার মজাই আলাদা। শুটিং সেটে তারা খুবই সাপোর্টিভ। দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে শুটিংয়ে নিজেদের সেরাটি দিতে একদমই কার্পণ্য করেন না তারা। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’

এই নাটকে শামীম হাসান সরকারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। যে স্বামীর এমন আচরণে খুবই বিরক্ত। কারণ মিথ্যা সহ্য করতে না পারা ‘আনিস সাহেব’-কে নিয়ে প্রতিবেশীদের অভিযোগের শেষ নেই।

কমেডি ড্রামা ধাঁচে নির্মিত ‘আনিস সাহেব’ নাটকটি আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

এই নাটকে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি ছাড়া আরও অভিনয় করেছেন রাখি চৌধুরী, আশরাফুল আলম সোহাগ, শাহনেওয়াজ রিপনসহ আরও অনেকে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত