বলিউডে এক স্বপ্নের মতো যাত্রা শুরু হয়েছিল ওয়ামিকা গাব্বির। পাঞ্জাবি সিনেমা, ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের পর অবশেষে অ্যাটলির হাই-প্রোফাইল প্রজেক্ট ‘বেবি জন’-এ বড় ব্রেক পান তিনি। আর সেই সুবাদেই ঘটে জীবনের সবচেয়ে স্মরণীয় এবং বিব্রতকর এক ঘটনা। ছবির শুটিংয়ের এক ফাঁকে প্রথমবার সাক্ষাৎ হয় বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে। তবে এই সাক্ষাৎ যেমন রোমাঞ্চকর হওয়ার কথা ছিল, বাস্তবে তা হয়ে দাঁড়ায় এক অদ্ভুত, চুপচাপ এবং খানিকটা বিব্রতকর মুহূর্ত।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ামিকা জানালেন সেই গল্প, যেখানে নিজের হাত কেটে ফেলার নিছক এক রসিকতা মুহূর্তে থমকে দিয়েছিল পুরো সেটের পরিবেশ।
শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার বিষয়ে অভিনেত্রী বলেন, আমরা সবাই বেবি জন-এর মহরতে ছিলাম, তখন শাহরুখ খান মাত্র ১৫ মিনিটের জন্য সেটে এলেন। আমার ভাই হার্দিকও আমার সঙ্গে ছিল। ওনার আগমনে সবাই এতটা মুগ্ধ হয়েছিল যে তাকে ঘিরে দাঁড়িয়ে শুধু শুনছিল তার কথা। আমি আর হার্দিক পিছনে দাঁড়িয়ে ছিলাম, আর ভাবছিলাম উনি যদি বিদায়ের আগে আমার সঙ্গে কথা বলেন, তখন আমি কী বলব। আমি হার্দিককে জিজ্ঞেস করলাম, ‘উনি যদি আমার সঙ্গে কথা বলেন, আমি কী বলব?’ হার্দিক মজা করে বলল, ‘তোমার হাত কেটে ফেল’।’ আমরা দু’জনেই এই নিয়ে হাসছিলাম।
তিনি আরও বলেন, এরপর বিদায় বেলায় সত্যিই যখন তিনি আমার সঙ্গে দেখা করতে এলেন, তখন আমি তাকে বলি, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল স্যার, তবে আমার ভাই বলছিল আপনার সঙ্গে দেখা হলে আমি যেন হাত কেটে ফেলি, কিন্তু তা অবশ্য আমি করব না।
অভিনেত্রী আরও বলেন, এই কথাটি বলার সঙ্গে সঙ্গে চারপাশের সবাই যেন হিমশীতল। আমি আশা করেছিলাম শাহরুখ বুঝবেন এটি নিছক মজা। কিন্তু তিনি তো কিছু না বলেই হাঁটলেন সোজা।
ওয়ামিকা বলেন, আমি সত্যিই ভেবেছিলাম উনি হাসবেন বা কিছু বলবেন। কিন্তু উনি একদমই বুঝলেন না যে এটা নিছক ঠাট্টা। এরপর প্রোডাকশন টিমের একজন আমার কাছে এসে জিজ্ঞেস করল, ‘তুমি কি সত্যিই হাত কাটার কথা বললে?’ আমি লজ্জায় মাটিতে গেঁথে গিয়েছিলাম।
এদিকে আগামী ২৩ মে মুক্তি পেতে চলেছে ওয়ামিকা গাব্বি অভিনীত এবং করণ শর্মার পরিচালনায় নির্মিত সিনেমা ‘ভুল চুক মাফ’। যেখানে ওয়ামিকার পাশাপাশি অভিনয় করেছেন রাজ কুমার রাও, ধনশ্রী ভার্মাসহ আরও অনেকে।