Homeবিনোদনশাহরুখের সম্মতি পেলেই তৈরি হবে ‘বাজিগর ২’

শাহরুখের সম্মতি পেলেই তৈরি হবে ‘বাজিগর ২’

[ad_1]

বলিউডে চলছে সিকুয়াল নির্মাণের হিড়িক। গত বছর ‘গাদার টু’ দিয়ে বলিউডে নতুন উদাহরণ তৈরি করেন সানি দেওল। এরপর অন্য হিট সিনেমার নির্মাতারাও নড়েচড়ে বসেছেন। একের পর এক সিনেমার সিকুয়াল নির্মাণের ঘোষণা আসছে। এবার শোনা গেল শাহরুখ খানের ‘বাজিগর’ সিনেমার সিকুয়াল নির্মাণের খবর।

বাজিগর সিনেমা মোড় ঘুরিয়ে দিয়েছিল শাহরুখ খানের ক্যারিয়ারের। নায়ক ইমেজ ভেঙে একই সঙ্গে হিরো ও অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল বাজিগর। তারপর আর তাঁকে পেছনে ফিরে তাঁকাতে হয়নি। এতে শাহরুখের সঙ্গে ছিল দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠী।

৩১ বছর পর বাজিগরের সিকুয়াল তৈরির পরিকল্পনা করছেন প্রযোজক রতন জৈন। তবে সবকিছু নির্ভর করছে শাহরুখ খানের ওপর। তিনি রাজি হলে তবেই তৈরি হবে বাজিগর ২—ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন রতন জৈন।

ইতিমধ্যে বাজিগরের সিকুয়ালের বিষয়টি শাহরুখ খানকে জানিয়েছেন প্রযোজক। বলিউড বাদশাও নাকি সিকুয়ালের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েই ভাবছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।

বাজিগর সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বাজিগর সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

শাহরুখ খান থাকলেও বাকি দুই নায়িকা সিকুয়ালে থাকবেন কিনা তা জানাননি প্রযোজক। চিত্রনাট্য তৈরি হওয়ার পর নায়িকা বাছাইয়ের পরিকল্পনা করা হবে বলে জানান তিনি। তবে পরিচালকের আসনে আসছে পরিবর্তন। বাজিগর ২ পরিচালনার দায়িত্বে থাকবেন নতুন প্রজন্মের কোনো পরিচালক।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত