Homeবিনোদনশিল্পী হিসেবে আমারও দায়বদ্ধতা আছে

শিল্পী হিসেবে আমারও দায়বদ্ধতা আছে

[ad_1]

চিত্রনায়িকা শবনম বুবলী। শুধু সিনেমাতেই নয়, বিজ্ঞাপনেও রয়েছে তার উপস্থিতি। সেই ধারাবাহিকতায় তিব্বত বিউটি সোপের নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন তিনি।

বিজ্ঞাপনটি নিয়ে বুবলী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের তারকাশিল্পীরা অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। আমার দেশের তারকাদের ক্ষেত্রেও ঠিক তাই। তবে এটা সত্যি যে আমি যে, পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করি, কাজ করার আগে পণ্যের গুণগত মান জেনে-বুঝেই কাজ করি। কারণ একজন শিল্পী হিসেবে আমারও দায়বদ্ধতা আছে।

পণ্য সম্পর্কে সব জেনে-শুনেই তা আমি দর্শকের সামনে উপস্থাপন করি। আর তিব্বত লাক্সারি সোপ সম্পর্কে দর্শক বা ক্রেতারা আগে থেকেই জানেন। তাই আবারও বেশ আগ্রহ নিয়েই আমি এর প্রচারণার বিজ্ঞাপনে মডেল হয়েছি। সত্যি বলতে কী—তিব্বতের বিজ্ঞাপন খুব সুন্দর হয়, কেমন যেন একটা শুভ্র শুভ্র ব্যাপার থাকে। এবারের বিজ্ঞাপনটিও সনক দাদা বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন এবং আমিও খুব সন্তুষ্ট। আশা করছি প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে।’

এদিকে কিছুদিন আগে বুবলী তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’র ঘোষণা দিয়েছেন। তবে শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তিনি জানান, আগামী কোরবানির ঈদে তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত নাটক প্রচারে আসবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত