Homeবিনোদনশুধু মেধা থাকলেই হবে না: মিথিলা

শুধু মেধা থাকলেই হবে না: মিথিলা


অভিনয় মডেলিংয়ের পাশাপাশি এনজিও ও সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন রাফিয়াথ রশিদ মিথিলা। এবারের ঈদে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে। যেখানে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। বর্তমানে ব্যস্ত আছেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’ নিয়ে। যার ফাইনালের আগে কালবেলার মুখোমুখি হন তিনি। জানান তার অভিজ্ঞতার কথা।

শুরুতেই মিথিলা বলেন, ‘এই প্রজন্ম অনেক বেশি মেধাবী। তাদের সব বিষয়ের ওপর ধারণা আছে, জানা শোনাও ভালো। তাই আমি আশাবাদী, নতুন এই রিয়্যালিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’-থেকে দেশের অভিনয় ইন্ডাস্ট্রি ভালো ভালো কিছু অভিনেতা-অভিনেত্রী পেতে যাচ্ছে। নতুনদের সঙ্গে এমন একটি প্ল্যাটফর্মে কাজ করতে পেরে আমি আনন্দিত।’

এ সময় মিথিলা নতুনদের মেধা নিয়ে প্রশংসা করলেও, তাদের ক্যারিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে বেশ কিছু পরামর্শ দেন, যা নিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু সময় শুধু মেধা থাকলেই হবে না। হতে হয় পরিশ্রমী এবং কাজের প্রতি থাকতে হয় ডেডিকেশন, তা না হলে আপনি প্ল্যাটফর্ম পেলেও একসময় হারিয়ে যাবেন। কারণ, এখন কাজের প্রতিযোগিতা অনেক। সবাই পর্দায় নিজেকে প্রমাণে উজার করে দিচ্ছেন। তাই টিকে থাকতে হলে মেধার পাশাপাশি পরিশ্রমীও হতে হবে।’

এ প্রতিযোগিতার শুরু থেকেই বিচারক হিসেবে ছিলেন অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

বিনোদন জগৎ ছাড়াও মিথিলা সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও। ব্যক্তিজীবনে একমাত্র মেয়ে আয়রাকে দেখাশোনা করতেও ব্যস্ত তিনি।

সবশেষ মিথিলাকে দেখা যায় আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এ। সিরিজে নাসির উদ্দিন খানের সঙ্গে আবারও দেখা যায় তাকে। তবে এবারের সিজনটি দর্শকদের খুব একটা মুগ্ধ করেনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত