Homeবিনোদনসচেতনতামূলক বিজ্ঞাপনে মোশাররফ করিম | কালবেলা

সচেতনতামূলক বিজ্ঞাপনে মোশাররফ করিম | কালবেলা


অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত একটি বিজ্ঞাপন দারুণ সাড়া ফেলেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর এরই মধ্যে এটি কোটির কাছাকাছি দর্শক দেখে ফেলেছেন।

পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। বিজ্ঞাপনটিতে বাস ড্রাইভার মোশাররফ করিমের সঙ্গে হেল্পার চরিত্রে উপস্থিত হয়েছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মুখ রিপন মিয়া।

অকারণে হর্ন না বাজাতে উদ্বুদ্ধ করতে প্রচারিত বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন। বিজ্ঞাপনে মোশাররফ করিমের সংলাপ ‘বাজাব না অকারণে হর্ন, কমাব শব্দদূষণ’ নিজেরা মেনে চলার পাশাপাশি অন্যদেরও মেনে চলার পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন অসংখ্য নেটিজেন।

খুব অল্পসময়ে বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘আমার নিজেরও এমন ভাবনা ছিল যে, এ ধরনের যে কোনো কাজ পেলে আমি করব। কারণ আমি এর আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি। আমি মনে করি শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে এ ধরনের কাজ করা উচিত। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এ কাজটি আমার করা এবং আমার কাছে কাজটি করে খুব ভালো লেগেছে। প্রচারে আসার পর অবশ্য বেশ সাড়া পাচ্ছি। তো, কথা একটাই—যে কারণে এ বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে সেই কারণ বা উদ্দেশ্য সফল হলেই আমাদের সবার কষ্ট সার্থক হবে এবং আগামী দিনে আমরা এমন কাজ করতে অনুপ্রাণিত হবো।’

এ ছাড়া বিজ্ঞাপনটির বিষয়বস্তুর পাশাপাশি মোশাররফ করিমের সঙ্গে রিপন মিয়ার উপস্থিতিও নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত