অভিনেত্রী অহনা রহমান। গত ঈদে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে আসন্ন ঈদুল আজহায় অহনাকে বেশকিছু ভালো গল্পের নাটকে দেখা যাবে বলে তিনি নিশ্চিত করেছেন। এরই মধ্যে পুবাইলে শেষ হলো মহিন খান পরিচালিত ‘মিশন নোয়াখালী’ নাটকের কাজ। এ ছাড়া এর আগে তিনি জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘কেনা জামাই’ ও ‘বউয়ের বদনাম’ নামে দুটি নাটকের কাজসহ জাকিউল ইসলাম রিপনের নির্দেশনায় ‘বউ শাশুড়ি’ নাটকের কাজ এরই মধ্যে শেষ করেছেন। মহিন খানের কাজ শেষে আগামী কয়েকদিন জাকিউল ইসলাম রিপন ও আদিফ হাসানের আরও দুটি নাটকের কাজ করবেন তিনি। বলা যায় সামনের বেশ কয়েকদিন ভীষণ ব্যস্ততা কাটছে তার।
যা নিয়ে অহনা রহমান বলেন, ‘গত ঈদেই বেশ কিছু ভালো গল্পের নাটকে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমার নিজের ব্যবসার দিকে তখন একটু বেশিই ফোকাস দিয়েছিলাম। তাই গত ঈদের জন্য নাটকে কাজ করা হয়ে ওঠেনি। যে কারণে প্রিয় কয়েকজন পরিচালক আমার ওপর অভিমানও করেছিলেন। তাই আগামী ঈদের জন্য বেশকিছু ভালো গল্পের নাটকে আমি অভিনয় করছি। এরই মধ্যে জাকিউল ইসলাম রিপন, জিয়াউদ্দিন আলম, মহিন খানের নির্দেশনায় কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। আগামী কয়েকদিনও আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হবে নাটকের কাজ নিয়ে। সত্যি বলতে কী আমার কাছে ভালো ভালো গল্পের স্ক্রিপ্ট আসে। তবে সবসময় কাজ করার আগ্রহও থাকে না। মাঝে মাঝে নিজের মতো করে থাকতে ইচ্ছা করে। যেহেতু আমার নিজের ব্যবসা আছে। তাই নিজের ব্যবসার দিকেও মনোযোগ দিতে হয়। তবে আমার সত্যিকারের পরিচয় আমি একজন অভিনেত্রী। এই দেশের দর্শক আমাকে ভালোবাসেন, তারা আমার কাজ দেখে প্রশংসা করেন, আমাকে অনুপ্রেরণা দেন—এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞ।’
‘শো স্টপার’ নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রয়েছে অহনার। যার সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছেন। এরই মধ্যে এই প্রতিষ্ঠানের ব্যানারে কয়েকটি সফল ইভেন্ট শেষ করেছেন অহনা রহমান।