Homeবিনোদনসর্বোচ্চ উজাড় করে দিয়েছেন টম

সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন টম


হলিউডে গ্লোবাল তারকা টম ক্রুজ। তার দীর্ঘ সিনেম্যাটিক ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মিশন: ইম্পসিবল’। ৩০ বছর পর এবার মিশন কমপ্লিট হতে যাচ্ছে তার। তবে এ ফ্র্যাঞ্চাইজির জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন হলিউডের গ্লোবাল তারকা টম ক্রুজ। কখনো কোনোরকম সেফটি ছাড়া হেঁটেছেন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের দেয়াল দিয়ে, আবার প্যারাস্যুট ছাড়াই লাফ দিয়েছেন পাহাড় থেকে, যা করতে গিয়ে ভেঙেছেন শরীরের হাড়, তারপরও থেমে যাননি তিনি। হাসপাতালের বিছানা থেকে আবারও দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। এবার তো কোনোরকম সেফটি ছাড়া ১০ হাজার ফুট ওপরে বিমানের পাখায় ১৩০ মাইল বেগে বাতাসে উড়লেন তিনি। যেখানে মুখ খুলে শ্বাস নেওয়াই ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। এর জন্য আলাদাভাবে শ্বাস-প্রশ্বাস অনুশীলন করতে হয়েছিল তাকে। কয়েকবার জ্ঞানও হারিয়ে ফেলেছিলেন তিনি। কারণ শেষ পর্বটি স্মরণীয় করে রাখতেই তার এমন সব চোখধাঁধানো স্ট্যান্ট।

বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন টম ও গোটা টিম। ছুটে যাচ্ছেন টোকিও থেকে সিউল। গ্লোবাল ট্যুর শিরোনামের এ সফরে সিনেমাটি মুক্তির আগে তিনি কান ফেস্টিভ্যাল মেক্সিকো সিটি, লন্ডন, নিউইয়র্ক ও সবশেষ টেক্সাসে যাবেন।

সম্প্রতি সিউল সফরে গিয়ে সিনেমাটি নিয়ে টম বলেন, “এটি দেখতে হবে, কারণ এটি ফ্র্যাঞ্চাইজির গত ৩০ বছরের সমাপ্তি হতে যাচ্ছে। তাই আমি কিছুই আগাম বলতে চাই না, যাতে দর্শকদের অভিজ্ঞতা নষ্ট না হয়। তবে আমরা দর্শকের কাছে দায়বদ্ধ। সেই জায়গা থেকে এটুকু বলতে চাই, অসাধারণ কিছু পেতে যাচ্ছে ‘মিশন: ইম্পসিবল’ ভক্তরা। আমরা এ সিনেমার জন্য নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছি। কিছু জায়গায় এর চেয়েও বেশি দেওয়া লেগেছে।”

১৯৯৬ সালের প্রথম কিস্তি থেকে শুরু করে ২০২৫-এর এই চূড়ান্ত পর্ব—‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজি টম ক্রুজকে বিশ্বজুড়ে অ্যাকশন আইকনে পরিণত করেছে। বুর্জ খলিফা বেয়ে ওঠা থেকে শুরু করে মোটরসাইকেল নিয়ে পাহাড় থেকে ঝাঁপ—প্রতিটি ছবিতেই ছিল চোখধাঁধানো স্ট্যান্ট, যা এবারের পর্বেও থাকবে।

ম্যাককোয়ারির নির্মাণে এ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৯ মিনিট হতে যাচ্ছে এটি। এতে ‘ইথান হান্ট’ চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ, হেইলি অ্যাটওয়েল ‘গ্রেস’ চরিত্রে, অ্যাঞ্জেলা ব্যাসেট ‘এরিকা স্লোন’, এসাই মোরালেস ‘গ্যাব্রিয়েল’, পম ক্লেমেন্টিফ ‘প্যারিস’, ভিং রেমস ‘লুথার’ ও সাইমন পেগ ‘বেনজি’ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ২৩ মে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। তার আগে ভারত, দুবাই ও লন্ডনে মুক্তি পাবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত