Homeবিনোদনসাইফ আলী খান আসছেন ‘জুয়েল থিফ’ নিয়ে

সাইফ আলী খান আসছেন ‘জুয়েল থিফ’ নিয়ে


Ajker Patrika

সাইফ আলী খান আসছেন ‘জুয়েল থিফ’ নিয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৮: ১০

Photo

‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’ সিনেমার দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

একটি সূতার জবানবন্দী (বাংলা প্রামাণ্যচিত্র)

  • মুক্তি: চরকি, ২৪ এপ্রিল
  • গল্পসংক্ষেপ: রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি সূতার জবানবন্দী’। এতে রানা প্লাজা ট্র্যাজেডি এবং এর সংশ্লিষ্ট বিষয়গুলোকে চারটি দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করা হয়েছে। যেখানে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেছেন পোশাকশিল্প নেত্রী নাজমা আক্তার, বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক, চিত্রশিল্পী দিলারা বেগম জলি এবং অর্থনীতিবিদ ও অধ্যাপক এম এম আকাশ।

জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস (হিন্দি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স, ২৫ এপ্রিল
  • অভিনয়: সাইফ আলী খান, নিকিতা দত্ত, কুনাল কাপুর
  • গল্পসংক্ষেপ: আফ্রিকান রেড সান নামে এক দুর্লভ হীরা চুরি করতে রেহান নামের একজনকে হায়ার করে গ্যাংস্টার রাজন আউলাখ। এটি করলেই রেহান পাবেন প্রায় আড়াই শ কোটি টাকা। রেহান বিভিন্ন ছদ্মবেশে হীরা চুরির পরিকল্পনা করে। শুরু হয় প্রতারণা ও বিশ্বাসঘাতকতার খেলা।

এল টু: এমপুরান (মালয়ালম সিনেমা)

  • মুক্তি: জিও হটস্টার, ২৪ এপ্রিল
  • অভিনয়: মোহনলাল, পৃথ্বীরাজ সুকুমারন, ইন্দ্রজিৎ সুকুমারন
  • গল্পসংক্ষেপ: ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিকুয়েল ‘এল টু: এমপুরান’। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাট রায়ট নামে পরিচিত, সে ঘটনার কিছু অংশ নিয়েই তৈরি হয়েছে সিনেমার প্রেক্ষাপট।

বুলেট ট্রেন এক্সপ্লোশন (জাপানি সিনেমা)

  • অভিনয়: শুয়ুশি কুসানাগি, কানাতা হোসোদা, নন, জুন কানামি
  • মুক্তি: নেটফ্লিক্স, ২৩ এপ্রিল
  • গল্পসংক্ষেপ: ১৯৭৫ সালে মুক্তি পাওয়া বুলেট ট্রেনের রিমেক। উচ্চগতিসম্পন্ন একটি বুলেট ট্রেনের যাত্রা শুরুর কিছু সময় পরেই জানা যায় ট্রেনটিতে উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষ একধরনের বোমা লাগানো আছে। ট্রেনের গতি ১০০ কিমি/ঘণ্টার নিচে নামলেই ঘটবে বিস্ফোরণ। দুর্বৃত্তরা ১০০ বিলিয়ন ইয়েন মুক্তিপণ দাবি করে। ট্রেনটি যখন দ্রুতগতিতে টোকিওর দিকে এগিয় যায়, ট্রেনের দায়িত্বরত কর্মকর্তা কাজুয়া তাকাইচি যাত্রীদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। শুরু হয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবন বাঁচানোর এক তুমুল লড়াই।

ওন্ডলা সিজন ২ (ইংরেজি সিরিজ)

  • কণ্ঠাভিনয়: জেনিন মেসন, গ্রে অ্যান্থনি উইলিয়াম, ডি সি ডগলাস
  • মুক্তি: অ্যাপল টিভি প্লাস, ২৫ এপ্রিল
  • গল্পসংক্ষেপ: ইভা নামের এক তরুণীর গল্প নিয়ে তৈরি হয়েছে অ্যানিমেশন সিরিজ ওন্ডলা। ভূগর্ভস্থ বাংকারে আক্রমণ হওয়ায় পৃথিবীপৃষ্ঠে উঠে আসে ইভা। ভূপৃষ্ঠে এসেই ইভা বুঝতে পারে পৃথিবী নামের গ্রহটিতে এখন ভিনগ্রহীরা আশ্রয় নিয়েছে, যারা বিশ্বাস করে ইভার হাতে রয়েছে অবিশ্বাস্য এক ক্ষমতা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত