Homeবিনোদনসাবরিনা-কেওগানের বিচ্ছেদ, বিপাকে প্রেমিক

সাবরিনা-কেওগানের বিচ্ছেদ, বিপাকে প্রেমিক

[ad_1]

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা কার্পেন্টার। ‘ননসেন্স’ খ্যাত এই গায়িকা তার গানের মাধ্যমে বুঁদ করেছেন লাখো ভক্তদের। শুধু ভক্তরাই নয়, তার প্রেমে মজেছিলেন  আইরিশ অভিনেতা ব্যারি কেওগান।  ‘প্লিজ, প্লিজ, প্লিজ’ গানে সাবরিনার সঙ্গে মডেল হয়েছিলেন আইরিশ এই অভিনেতা।  তখন একে অন্যের প্রেমেও পড়েন তারা। তবে এবার হঠাৎ করেই বিচ্ছেদের খবর সামনে আনলেন তারা।

মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি আইরিশ অভিনেতা ব্যারি কেওগানের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন এই গায়িকা। কিন্তু এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ৩২ বছর বয়সী কেওগানের দিকে নেটিজেনরা আঙুলে তোলেন। কেওগানের বিরুদ্ধে তারা প্রতারণার অভিযোগ আনেন। 

তবে গায়িকার ঘনিষ্ঠজনরা বলছেন, সাবরিনা সম্পর্ক থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে নেটিজেনদের অভিযোগ আমলে নিয়ে কেওগান সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে রাখেন। এতে কেওগান আরও বেশি সমালোচনায় মুখে পড়েন। 

যদিও কেওগান সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি। এর আগে তিনি এক্স হ্যান্ডেলে নেটিজেনদের উদ্দেশে লিখেছিলেন, দয়া করে সকলের প্রতি শ্রদ্ধাশীল হোন।
এদিকে বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবরিনা কার্পেন্টার। ২০২৪ সালে তার প্রকাশিত ‘প্লিজ, প্লিজ, প্লিজ’ গান দিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেন এই সংগীতশিল্পী। 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত