Homeবিনোদনসাবিলা-ফারিণ পারফেক্ট নয়, যা বললেন মেহজাবীন

সাবিলা-ফারিণ পারফেক্ট নয়, যা বললেন মেহজাবীন

[ad_1]

ঢালিউডের রঙিন আকাশে নতুন দুই তারা! ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ অবশেষে পা রাখছেন ঢালিউডের রুপালি পর্দায়। আসছে ঈদুল আজহায় বড় পর্দায় অভিষেক হচ্ছে এই দুই প্রতিভাবান তারকার। একদিকে ‘তাণ্ডব’ ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে সাবিলা নূর, অন্যদিকে শরিফুল রাজের সঙ্গে ‘ইনসাফ’ সিনেমায় থাকছেন তাসনিয়া ফারিণ।

এই দুই সিনেমার আইটেম গান ইতোমধ্যেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। সাবিলা নূরকে দেখা গেছে ‘তাণ্ডব’-এর ‘লিচুর বাগান’ গানে ঝলমলে রূপে, এদিকে ইনসাফের ‘আকাশেতে লক্ষ তারা ২.০’-তে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন তাসনিয়া ফারিণ। পর্দায় তাদের উপস্থিতি নিয়ে দর্শকদের মাঝে যেমন উত্তেজনা দেখা যায়, তেমনি লক্ষ্য করা যায় সমালোচনাও।

দর্শকদের মতোই উচ্ছ্বসিত তাদের সহশিল্পীরাও। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে দুই সহকর্মীর ছবি পোস্ট করে লেখেন,’আমাদের সবচেয়ে প্রতিভাবান দুইজন অভিনেত্রী, এই ঈদে দুইটি সিনেমাতে কাজ করছেন। এই সুন্দরীদের বড় পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।‘

তবে এই প্রশংসার মাঝে এক নেটিজেন মন্তব্য করেন, তারা নায়িকা হিসেবে পারফেক্ট নয়। এই মন্তব্যে চুপ থাকেননি মেহজাবীন। নিজের স্টাইলেই তিনি জবাব দেন, হাহাহাহা, কতটা ব্যাকডেটেড! দয়া করে যান, যেখানে আপনার যা ভাল্লাগে সেটাই দেখুন।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। কেউ সাবিলা ও ফারিণের অভিনয়ের প্রশংসা করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন তাদের যোগ্যতা নিয়ে। তবে সকল বিতর্ক ছাপিয়ে, ঈদের সিনেমার দুই নতুন মুখ ঘিরে দর্শক মনে বিরাট কৌতূহল। অভিষেকেই বাজিমাত করতে পারেন কি না, এখন সেটাই দেখার পালা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত