Homeবিনোদনসাব্বির-লুইপার ব্যস্ততা

সাব্বির-লুইপার ব্যস্ততা

[ad_1]

সারা দেশে শীতের আবহ তৈরি হয়েছে। সংগীতশিল্পীদের এ সময় ব্যস্ততা বেড়ে যায়। নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত শিল্পীরা মঞ্চে ব্যস্ত সময় পার করেন। প্রজন্মের দুই সংগীতশিল্পী সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপাও একটু একটু করে স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠছেন।

এরই মধ্যে তারা দুজন বেশকিছু টিভি শোতে আলাদা আলাদাভাবে অংশগ্রহণ করেছেন। গত শনিবার রাজধানীর গলফ ক্লাবে ‘আর্মড ফোর্সেস ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন সাব্বির ও লুইপা।

দুজন আলাদাভাবেই সংগীত পরিবেশন করেছেন এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে সাব্বির জামান একে একে সংগীত পরিবেশন করেন ‘আমি আকাশ হয়ে আছি পরী’, ‘দিন যায় কথা থাকে’, ‘এমনও তো প্রেম হয়’, ‘ফিরিয়ে দাও’, ‘মেলায় যাই রে’ গানগুলো। লুইপা উপস্থিত শ্রোতা-দর্শককে ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম’, ‘তোমার আকাশ দুটি চোখে’, ‘খোলা জানালায় চেয়ে দেখি’ গানগুলো গেয়ে শোনান। লুইপার কণ্ঠের গানও শ্রোতা-দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

সাব্বির জানান, লুইপার সঙ্গে একটি দ্বৈত গান নিয়ে পরিকল্পনা করছেন তিনি। কারণ লুইপার সঙ্গে নানা সময়ে স্টেজ শোতে সংগীত পরিবেশন করতে হয়। নিজেদের একটি মৌলিক গান হলে বিষয়টা আরও ভালো হয়। এদিকে লুইপা জানান, এরই মধ্যে আরও কয়েকটি স্টেজ শো কনফার্ম হয়েছে। সাব্বির জানান, গতকাল তিনি রংপুরে একটি শোতে সংগীত পরিবেশন করেন। আগামী ৩০ নভেম্বর রাজধানীর উত্তরা ক্লাবে সংগীত পরিবেশন করবেন তিনি।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত