Homeবিনোদনসিতারে জমিন পারের ট্রেলার প্রকাশ, উঠল নকলের অভিযোগ

সিতারে জমিন পারের ট্রেলার প্রকাশ, উঠল নকলের অভিযোগ


প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর ইংরেজি সিনেমা ‘চ্যাম্পিয়ন্স’-এর নকল সিতারে জমিন পারের গল্প।

তারে জমিন পার সিনেমায় আমির খানকে দেখা গিয়েছিল নিকুম্ব নামের একজন আর্ট শিক্ষকের চরিত্রে। যার সংস্পর্শে পাল্টে গিয়েছিল অমনোযোগী এক শিশুর জীবন। সিকুয়েলে থাকছে ঠিক বিপরীত গল্প। এতে বলিউড অভিনেতা আমির খান রয়েছেন গুলশান নামের বাস্কেটবল কোচের ভূমিকায়। গুলশান চরিত্রটি তারে জামিন পারের নিকুম্ব চরিত্রের ঠিক উল্টো। চলনে-বলনে বেশ রূঢ়। সবাইকে অপমান করে আনন্দ পায়। নিজের স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া করে প্রতিনিয়ত। সিনিয়র কোচদের মারধর করে। একসময় আদালত তাকে শাস্তি হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বাস্কেটবল কোচের দায়িত্ব দেয়। এরপর বদলে যেতে থাকে গুলশানের জীবন।

২০২২ সালে লাল সিং চাড্ডার ব্যর্থতা কাটিয়ে সিতারে জমিন পার দিয়ে বড় পর্দায় ফিরছেন আমির। তবে স্বস্তিতে নেই তিনি। কারণ, ট্রেলার প্রকাশের পর সিনেমার গল্প নকলের অভিযোগ উঠেছে। নেটিজেনদের মতে, সিনেমাটি চ্যাম্পিয়ন্সের ‘ফ্রেম-বাই-ফ্রেম’ কপি। চ্যাম্পিয়ন্স সিনেমায় একজন অপমানিত কোচ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি ক্রীড়া দল গড়ে তাদের দক্ষতা তুলে ধরে। এতে শুধু সেই শিশুদেরই নয়, বদলে যেতে শুরু করে তার নিজের জীবনও। সিতারে জমিন পার সিনেমার ট্রেলারেও এমনই এক গল্পের ইঙ্গিত দিচ্ছে।

শুধু নকলের অভিযোগই নয়, পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের সময় চুপ থাকায় আমির খানের সিনেমা বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ।

আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিতারে জমিন পার। তারে জমিন পার পরিচালনা করেছিলেন আমির খান। তবে সিকুয়েলটি পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। আমির খান প্রোডাকশন থেকে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি সুজা, দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেনন প্রমুখ। এ ছাড়া এই সিনেমায় অভিষেক হচ্ছে ১০ জন নতুন অভিনেতার। তাঁরা হলেন আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত