Homeবিনোদনসিনেমার গানে আবারও চিরকুট | কালবেলা

সিনেমার গানে আবারও চিরকুট | কালবেলা

[ad_1]

দেশের জনপ্রিয় গ্লোবাল ব্যান্ড চিরকুট। নিজেদের গান ছাড়াও সিনেমায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দলটি। এবার আরও একটি নতুন সিনেমায় গান গেয়েছে দলটি। গানের শিরোনাম ‘জায়গা খুঁজে মরি…’। সিনেমার গান ‘রিকশা গার্ল’। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী।

এরই মধ্যে নতুন এই সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। যেখানে চিরকুটের লেখা ও সুরে সুমির কণ্ঠে গানটি নজর করেছে দর্শকের।

নতুন এই গান নিয়ে চিরকুটের দলনেতা সুমি বলেন, ‘আমরা এর আগেও বেশ কয়েকটি সিনেমায় গান করেছি। পেয়েছি শ্রোতাদের ভালোবাসাও। এবার আরও একটি সিনেমায় গান করলাম। আশা করছি এটিও শ্রোতাদের কাছে ভালো লাগবে। সবাই অমিতাভ রেজা ভাইয়ের ‘রিকশা গার্ল’ সিনেমাটি দেখতে যাবেন। আমাদের গাানের পাশাপাশি সিনেমাটি দেখেও শান্তি পাবেন।’

একের পর এক চলচ্চিত্র উৎসব ঘুরে অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৪ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে পেছানো হয়।

সিনেমার গল্পে দেখা যাবে, শিল্পমনা নাইমা ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। উপায়ান্তর না পেয়ে তিনি রিকশা নিয়ে রাস্তায় বের হন। জটিল হতে থাকে জীবন। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

এ ছবিতে রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

সিনেমাটি নিয়ে প্রত্যাশা ও চিরকুটের গান নিয়ে কালবেলার সঙ্গে কথা হয় অমিতাভ রেজার। তিনি বলেন, “দেশের দর্শকের জন্য ২৪ তারিখ মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’। এটি নিয়ে আমাদের প্রত্যাশা ভালো। তবে প্রথম সপ্তাহে আমরা ৭ থেকে ৮টি সিনেমা হলে মুক্তির পরিকল্পনা করেছি। এ ছাড়া সিনেমায় চিরকুটের একটি গান রয়েছে। গানটি আমরা ট্রেলারে রেখেছি। শিগগির পুরো গান আমাদের হাফ স্টপ ডাউন ও বঙ্গর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।”

‘টেলিভিশন’ ছবিতে ‘কানামাছি’ গান দিয়ে সিনেমার গান নাম লেখায় চিরকুট। এরপর আরও কয়েকটি সিনেমায় গান গেয়েছে দলটি। যার মধ্যে উল্লেখযোগ্য ‘লেজে রাখা পা’ (পিঁপড়াবিদ্যা), ‘এই শহরের কাকটাও জেনে গেছে’ (ভয়ংকর সুন্দর), ‘না বুঝি দুনিয়া’ (আয়নাবাজি) এবং ‘আহারে’ (ডুব) ইত্যাদি।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত