Homeবিনোদনসিনেমা ছাড়া অন্য কিছু করতে চাই না

সিনেমা ছাড়া অন্য কিছু করতে চাই না

[ad_1]

চিত্রনায়ক শরিফুল রাজ। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চুরমার করতে দ্বিধা করেন না তিনি। কাজ করেন নিজের পছন্দের গল্পে। চরিত্রে প্রাণ ফুঁকতে দিনের পর দিন ডুবে থাকেন কাহিনির ভেতরে। তাই তো তার সিনেমা মুক্তির পর দর্শকই হয়ে ওঠেন সবচেয়ে বড় প্রচারক। এবারও ব্যতিক্রম নয়। ঈদে মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘ইনসাফ’-এর প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে।

এ সিনেমায় রাজ অভিনয় করেছেন ‘ডন ইউসুফ’ চরিত্রে। উপস্থাপিত হয়েছেন এক ভয়ংকর, ক্ষমতাশালী ও বেপরোয়া খুনির ভূমিকায়। এমন চরিত্রে কাজ করে দারুণ উচ্ছ্বসিত রাজ। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “‘ইনসাফ’-এর মতো সিনেমায় আগে কখনো কাজ করিনি। এমন গল্পেই সবসময় কাজ করতে চেয়েছিলাম। অবশেষে সেটা করতে পেরেছি। এখন দর্শকের প্রতিক্রিয়া জেনে খুব ভালো লাগছে। কারণ, তাদের জন্যই তো আমরা এত কষ্ট করি—ঝড়বৃষ্টি মাথায় নিয়ে ঝুঁকিপূর্ণ লোকেশনে শুটিং করি। কিন্তু সব ক্লান্তি মুছে যায়, যখন দর্শক বলে, ‘এমন সিনেমাই তো দেখতে চাই’। তখন সব পরিশ্রম সার্থক মনে হয়।”

সিনেমায় কাজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে নির্মাতার প্রশংসাও করেন রাজ। তিনি বলেন, “আমি অ্যাকশন ঘরানার সিনেমা পছন্দ করি। তবে শুধু অ্যাকশন নয়, গল্পও গুরুত্বপূর্ণ। ‘ইনসাফ’-এ সেটাই করেছেন আমাদের নির্মাতা সঞ্জয় সমদ্দার। তাকে ধন্যবাদ জানাই—এত বড় পরিসরের কাজে আমাকে যুক্ত করার জন্য। তার নির্মাণশৈলী আলাদা আর তাই দর্শক প্রতিনিয়ত বেড়ে চলেছে।”

বর্তমানে শরিফুল রাজকে আর ছোট পর্দায় দেখা যায় না। বড় পর্দা নিয়েই ভবিষ্যতের পরিকল্পনা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুধু সিনেমাই করতে চাই। আপাতত আর কিছুই মাথায় নেই।’

ঈদুল আজহায় দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত তার দ্বিতীয় সিনেমা ‘ইনসাফ’। পরিচালক জানিয়েছেন, মুভিটি নিয়ে দর্শকের সাড়া দারুণ। দেশের বিভিন্ন সিনেমা হল ও সিনেপ্লেক্সে ‘ইনসাফ’-এর শো যাচ্ছে হাউসফুল। তবে সময় ও শোর সংখ্যা কম থাকায় অনেকে এখনো সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন না।

‘ইনসাফ’-এ শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এটি তার প্রথম কমার্শিয়াল সিনেমা। পর্দায় এ নতুন জুটি দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম এবং বিশেষ একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত