Homeবিনোদনসুদিন আসছে আমার: অলংকার | কালবেলা

সুদিন আসছে আমার: অলংকার | কালবেলা

[ad_1]

সাম্প্রতিক সময়ে মিউজিক ভিডিওতে একের পর এক মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। আছে নাটকের ব্যস্ততাও। সেই ধারাবাহিকতায় আগামী ঈদে অলংকার চৌধুরীকে নতুন তিনটি গানের মিউজিক ভিডিওর পাশাপাশি দেখা যাবে নাটকেও।

আসছে ঈদে অলংকারের প্রচার নিশ্চিত হওয়া নাটকের তালিকায় রয়েছে জিয়াউদ্দিন আলমের ‘চোরের সার্টিফিকেট’ ও শুভ্র আহমেদের ‘নাটক কম করো প্রিয়’। প্রথমটিতে তার বিপরীতে আছেন আফজাল সুজন এবং দ্বিতীয়টিতে তার বিপরীতে আছেন শিবলী নোমান। এ ছাড়া আরও বেশকিছু নাটকের কাজ করবেন বলেও জানান তিনি।

এদিকে আগামী ঈদের পর একটি সিনেমার কাজও করতে যাচ্ছেন অলংকার। আগামী ঈদে নিজের কাজগুলো প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘নারীকেন্দ্রিক সুন্দর গল্পগুলো আসছে আমার কাছে। আমি যদি চরিত্রটি ঠিকঠাক পাই অর্থাৎ আমার মনে ধরে চরিত্রটি তবেই কেবল কাজ করি। এটা সত্যি, এ মুহূর্তে আমার কাছে আসা বহু নাটকের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি। কারণ গল্প এবং চরিত্র কোনোটাই আমার ভালো লাগেনি। দর্শকের আমার প্রতি প্রবল আগ্রহ রয়েছে, সেটা আমি বুঝি, অনুভবও করতে পারি। কিন্তু দর্শকের আমার যে ধরনের কাজের প্রতি ভালো লাগা রয়েছে কিংবা তারা যে ধরনের কাজে আমাকে দেখতে চান সেই ধরনের গল্প খুব কম আসছে। তবে আমি মনে করি সামনে আরও সুদিন আসছে আমার। জানি না দর্শকের মন কতটা জয় করতে পেরেছি, তবে নাটকপ্রিয় সব দর্শকের মন জয় করেই আমি বহুদূর এগিয়ে যেতে চাই।’ ঈদ উপলক্ষে আকাশ-রিমির গাওয়া ‘জামাই আদর’, ডলি সায়ন্তনীর ‘এই জামানার মেয়ে’ ও সাবরিনা সাবার গাওয়া ‘আগুন লাগাইয়া দিলো কনে’ গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে অলংকারকে। মিউজিক ভিডিওগুলো যথাক্রমে নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ, সৈকত রেজা ও নাজমুল ইভান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত