Homeবিনোদনসুশান্ত মারা যাওয়ার পর বাধ্য হয়ে ব্যবসা শুরু করেন রিয়া

সুশান্ত মারা যাওয়ার পর বাধ্য হয়ে ব্যবসা শুরু করেন রিয়া

[ad_1]

Ajker Patrika

সুশান্ত মারা যাওয়ার পর বাধ্য হয়ে ব্যবসা শুরু করেন রিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১৭: ১৪

Photo

রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে এই জুন মাসেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল তাঁর মরদেহ। অভিনেতার পরিবার এবং ভক্তরা দাবি করেছিল সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেননি। তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। প্ররোচিত করেছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। মামলা দায়ের করা হয় রিয়া ও তাঁর ভাইয়ের নামে। বিপদে পড়েন রিয়া, কমতে থাকে কাজ। একসময় কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল রিয়ার। বাধ্য হয়ে ভাইকে নিয়ে শুরু করেন ব্যবসা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এমনটা জানালেন রিয়া চক্রবর্তী।

রিয়া জানান, সুশান্তের মৃত্যুর পর অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হতে থাকে তাঁর। ভাই শৌভিক ক্ল্যাট পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর পেয়ে এমবিএ পড়ার জন্য ভর্তি হয়। তবে কয়েক মাসের মধ্যে তিনি গ্রেপ্তার হন। যার ফলে কোনো কোনো কোম্পানি তাঁকে চাকরিতে নেয়নি। কারণ, তাঁকে ঘিরে রয়েছে বিতর্ক। তারপরেই দুই ভাই-বোন মিলে রেডিমেড পোশাকের ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেন। তাঁদের ব্র্যান্ডের বিশেষত্ব হলো, পোশাকের মধ্যে থাকে বিশেষ বার্তা। প্রাধান্য পায় প্রতিবাদের ভাষা। ধীরে ধীরে সেই ব্যবসা বড় হয়েছে। বর্তমানে প্রায় ৩৮ কোটি টাকার বাজার মূল্য তাঁদের প্রতিষ্ঠানের।

সুশান্তের সঙ্গে রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

সুশান্তের সঙ্গে রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

সুশান্ত মারা যাওয়ার পর অভিনেতার বাবা ও বোনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে আদালতে মামলা ওঠার পর তাঁদের জেল হেফাজতে পাঠানো হয়। সেই সময় এ-ও শোনা গিয়েছিল, রিয়া নিয়মিত মাদক সরবরাহ করতেন সুশান্তকে। তবে রিয়া সব সময় পুরো বিষয়টি অস্বীকার করে গেছেন। রিয়া বারবার বলার চেষ্টা করেছেন, তিনি কোনোভাবে সুশান্তের মৃত্যুর ব্যাপারে জড়িত নন। তাঁকে মাদক সরবরাহ করার নেপথ্যেও তাঁর হাত ছিল না। দীর্ঘ পাঁচ বছর তদন্ত চলার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চূড়ান্ত রিপোর্টে সিবিআই নিশ্চিত করেছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। একই সঙ্গে রিয়া ও তাঁর ভাইয়ের ওপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নেওয়া হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত