Homeবিনোদনসেই মনু মিয়ার পাশে দাঁড়াতে চান খায়রুল বাসার

সেই মনু মিয়ার পাশে দাঁড়াতে চান খায়রুল বাসার


কিশোরগঞ্জের মিঠামইনের মনু মিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তার ভালো কাজের জন্য। এলাকায় ‘গোরখোদক’ হিসেবে পরিচিতি মনু মিয়ার। দীর্ঘ ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে চলেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৩ হাজারের বেশি কবর খনন করেছেন কোনো প্রকার অর্থ বা উপহার না নিয়েই।

বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়া। এদিকে তার অনুপস্থিতিতে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে কেটে ঘোড়াটিকে হত্যা করে। বিষয়টি গণমাধ্যমে এলেও পরিবারের কেউই মনু মিয়াকে ঘটনাটি জানাননি। মনু মিয়ার স্ত্রী বলেছেন, তাকে সাবান, শ্যাম্পু কিনে না দিলেও ঘোড়াটির জন্য ঠিকই এসব কিনতে। এই ঘোড়ার পিঠে চড়েই কোথাও মৃত্যুর খবর সেখানে পৌঁছে যেতেন তিনি।

মনু মিয়ার ঘোড়ার মৃত্যুর খবর সামনে আসার পর অভিনেতা খায়রুল বাসার তার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। অভিনেতা সোমবার (১৯ মে) সকালে মনুমিয়াকে নিয়ে করা একটি তথ্যচিত্র শেয়ার করেন। আর ক্যাপশনে মনু মিয়ার পাশে দাঁড়ানোর কথা বলেন।

খায়রুল বাসার লিখেছেন, মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন। কেউ মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত