Homeবিনোদনসৈয়দ ওয়ালীউল্লাহ্‌র ‘সুড়ঙ্গ’ নিয়ে আসছে এথিক

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র ‘সুড়ঙ্গ’ নিয়ে আসছে এথিক


নাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী প্রদর্শনী।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে রাবেয়াকে ঘিরে। দুদিন পর তার বিয়ে অথচ সে বিছানায় শয্যা নিয়েছে। ডাক্তার, হেকিম কেউ তার অসুখ ধরতে পারে না। মাতৃহারা মেয়ের জন্য দুশ্চিন্তায় বাবা রেজ্জাক সরদার অতিশয় উদ্বিগ্ন। অবশেষে মুশকিল আসান হয়ে আসে এক ফকির বাবা, যাকে দেখে অবাক হয় রাবেয়া। কিন্তু রহস্য ভাঙে না। যে রহস্যের রোমাঞ্চে নিজের বিয়ের আয়োজন উপেক্ষা করে অসুস্থতার ভান করে ঘরে পড়ে আছে সে, আর শুয়ে শুয়ে শুনছে সুড়ঙ্গ খোঁড়ার শব্দ। মাটির নিচের অন্ধকারের রহস্য ভেদ করে ধীরে ধীরে তার ঘরে এগিয়ে আসছে এক রহস্যমানব। রোমাঞ্চ আর উত্তেজনায় অবশেষে সবাই মুখোমুখি হয় এক কঠিন সত্যের।

নির্দেশক মিন্টু সরদার বলেন, ‘ধনসম্পদের প্রতি মানুষের লোভ চিরকালের। অন্যের সম্পদ নিজের করে নেওয়ার প্রবৃত্তি আদিকাল থেকে চলমান। হোক তা বৈধ কি অবৈধ উপায়ে। হোক সে দূরের অথবা কাছের লোক। কিন্তু সম্পদ কি সবাইকে সব সময় ধরা দেয়? গুপ্তধন কি জোটে সবার ভাগ্যে? এমনই বিষয় ফুটে উঠেছে নাটকে এক ষোড়শী কন্যার কৌতূহলী ভাবনার জগতের ভেতর দিয়ে।’

সুড়ঙ্গ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মাহফুজ আফনান অপ্সরা, প্রদীপ কুমার, মনি কানচন, সুকর্ন হাসান, আজিম উদ্দিন, রেজিনা রুনি, নাহিদ মুন্না, ঊর্মি আহমেদ, দীপান্বিতা রায়, রুবেল খানসহ আরও অনেকে। মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান, আবহ সংগীত করেছেন শিশির রহমান, পোশাক ও রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময় এবং কোরিওগ্রাফি করেছেন এম আর ওয়াসেক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত