[ad_1]
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের এবারের আসরটি হয়ে গেল গত শনিবার। এতে বিশেষ সম্মাননা দেওয়া হলো বলিউড অভিনেতা হৃতিক রোশনকে।
হৃতিক এ বছর পূর্ণ করলেন অভিনয়জীবনের ২৫ বছর। উপলক্ষটি উদ্যাপনের জন্য হৃতিককে আমন্ত্রণ জানিয়েছিল সৌদি সরকার। উৎসবে বিশেষ সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত হৃতিক বলেন, ‘আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা। ক্যারিয়ারের ২৫ বছর হয়ে গেছে। মনে হচ্ছে অনেকটা সময়। তবে অভিনয় কী, সেটা বুঝতে বুঝতেই আমার এতগুলো বছর পেরিয়ে গেল। অভিনেতা হিসেবে নতুনভাবে শুরু করতে আমি প্রস্তুত। এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে।’
এ অ্যাওয়ার্ড শোতে এসেছিলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভিনয়শিল্পীরা। হলিউড থেকে এসেছিলেন মরগ্যান ফ্রিম্যান, অ্যান্থনি হপকিন্স, ম্যাথু ম্যাককনাহেই, আমান্দা সেইফ্রিড প্রমুখ। উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে মিসরের ‘ওয়েলাদ রিজক থ্রি’। এ সিনেমার জন্য তারেক আল আরিয়ান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা অভিনেতা হয়েছেন হিশাম মাগেদ, সেরা অভিনেত্রী হান্নাহ আল জাহেদ। মাজিদ আল মোহান্দিসের ‘এল জাউ’ পেয়েছে সেরা গানের পুরস্কার।
[ad_2]
Source link