Homeবিনোদনস্পিরিট’র পর কাল্কি ২ থেকেও বাদ পড়তে পারেন দীপিকা

স্পিরিট’র পর কাল্কি ২ থেকেও বাদ পড়তে পারেন দীপিকা

[ad_1]

‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোনের বাদ পড়ার বিষয় নিয়ে বলি-পাড়া যখন সরগরম, তখনই প্রকাশ্যে এলো আরও এক বিস্ফোরক গুঞ্জন। এবার নাকি ‘কাল্কি-২’ থেকেও সরে দাঁড়াতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শোনা যাচ্ছে মা হওয়ার পর দীপিকার কাজের সময়সীমা সীমিত রাখার ইচ্ছা নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি করছে। খবর : ফিল্ম ফেয়ার

এর আগে ভারতীয় গণমাধ্যমের প্রকাশি খবর থেকে জানা যায়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে তার আট ঘণ্টার শিফট, বেশি পারিশ্রমিক ও প্রফিট শেয়ারের দাবি করার কারণে।
আরও জানা যায়, মা হওয়ার পর দীপিকা এখন নাকি ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে স্বাস্থ্যকর ভারসাম্য রাখতে চান, যা বড় বাজেটের অ্যাকশন ফিল্মের কড়া শিডিউলের সঙ্গে খাপ খাচ্ছে না।

তবে এবার শোনা যাচ্ছে একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে ‘কাল্কি-২’এর টিম। দীপিকার কম সময়ের উপলব্ধতার কারণে প্রযোজকরা নাকি তার চরিত্রের পরিধি পুনর্বিবেচনা করছেন, এমনকি অন্য কাউকে আনার কথাও ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত নয় এবং প্রযোজনা সংস্থা বা দীপিকার টিমের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।
এদিকে এই বিতর্কে আগুনে ঘি ঢালেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেন। যেখানে কারও নাম উল্লেখ না করেই এক অভিনেত্রীকে ‘ডার্টি পি.আর. গেমস’ খেলার অভিযোগ তোলেন এবং ‘অলিখিত এনডিএ’ ভাঙার কথা বলেন।

সে পোষ্টে তিনি লিখেছেন, আমি যখন কারও কাছে গল্প বলি, তখন তাকে শত ভাগ বিশ্বাস করি। আমাদের মধ্যে একটা অলিখিত এনডিএ থাকে। কিন্তু তুমি যেটা করেছো, তাতে তোমার আসল চেহারাটা প্রকাশ পেয়েছে। তুমি একজন তরুণ অভিনেতাকে নিচে নামিয়ে আমার গল্প থেকে নিজেকে সরিয়ে নিয়েছো। এটাই কি তোমার নারীবাদের মানে?

ইতোমধ্যে মধ্যে ‘স্পিরিট’ এ দীপিকার জায়গায় আনুষ্ঠানিকভাবে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নেওয়া হয়েছে।

এ বিষয়ে তৃপ্তি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, এখনো বিশ্বাস করতে পারছি না। এই যাত্রায় আমাকে বিশ্বাস করায় কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আপনার স্বপ্নের অংশ হতে পেরে আমি গর্বিত।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত