স্পাইডারম্যান ভক্তদের জন্য এসেছে এক দারুণ খবর। বহুল প্রতীক্ষিত স্পাইডারম্যান সিনেমার চতুর্থ কিস্তি ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে মিলছে একের পর এক নতুন তথ্য। হলিউড অভিনেতা টম হল্যান্ডই নতুন তথ্য ফাঁস করে ভক্তদের উত্তেজনায় ভাসাচ্ছেন, তবে এবার সিনেমার চতুর্থ কিস্তিতে অভিনেত্রী জেনডায়াকে নিয়ে গুরুত্বপূর্ণ এক খবর দিলেন এ অভিনেতা।
মার্কিন গণমাধ্যম কসমিক সার্কাসের এক সাক্ষাৎকারে অভিনেতা টম জানান, জেনডায়া চতুর্থ কিস্তিতে স্পাইডারম্যান সিনেমায় ফিরে আসবেন, তবে তার চরিত্রটি আগের তিন সিনেমার মতো প্রভাবশালী নাও হতে পারে।
তিনি আরও জানান, এ সিনেমার কাহিনি আবর্তিত হবে ‘অ্যাভেঞ্জারস: ডমস ডে’ এবং ‘অ্যাভেঞ্জারস: সিক্রেট ওয়ার’-এর মধ্যবর্তী সময়কাল কেন্দ্র করে। ফলে ধারণা করা হচ্ছে, এটি দুই মহাকাব্যিক অ্যাভেঞ্জারস সিনেমার মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ কিস্তি হিসেবে কাজ করবে।
চতুর্থ কিস্তির স্পাইডারম্যান সিনেমাটির তথ্য প্রথম নিশ্চিত করেন টম হল্যান্ড, দ্য টু নাইট শো উইথ জিমি ফ্যালনের এক সাক্ষাৎকারে। সে সময় তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক চলছে। আমরা প্রায় প্রস্তুত। এটি ভীষণ রোমাঞ্চকর। আমি আর অপেক্ষা করতে পারছি না!’
এরপরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির চতুর্থ কিস্তির ঘোষণা দেন নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। যদিও তখন টম হল্যান্ড সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তবে তিনি অনস্ক্রিনে উপস্থিত হয়ে দর্শকদের চমকে দেন।
জানা যায়, নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় স্পাইডারম্যান সিনেমার চতুর্থ কিস্তি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই। এ সিনেমায় টম ও জেনডায়ার পাশাপাশি অভিনয় করবেন টম হার্ডি, চার্লি কক্স, স্যাডি সিঙ্কসহ আরও অনেকে।