Homeবিনোদনস্বামীর দুই চাক্কার সাইকেলে আঁচল  

স্বামীর দুই চাক্কার সাইকেলে আঁচল  

[ad_1]

ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা আঁচল আঁখি ও সংগীতশিল্পী সৈয়দ অমি। এর আগে স্বামীর ‘মাতাল’ গানে মডেল হয়ে প্রশংসা পেয়েছিলেন তিনি। এবার অমির ‘দুই চাক্কার সাইকেল’ শিরোনামে একটি গান নিয়ে হাজির হলেন আঁচল।

সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে সৈয়দ অমির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানটির সুর এএন ফরহাদ এবং সংগীতায়োজন করেছেন সৈয়দ অমি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন রোহান ও বেল্লাল।
আঁচল বলেন, “এ বছরের শুরুতে আমাদের ‘মাতাল’ গানটি শ্রোতা ও দর্শকরা গ্রহণ করেছিলেন। এবার ‘দুই চাক্কার সাইকেল’ নিয়ে হাজির হলাম। মালয়েশিয়া ও সিলেটের নানন্দিক জায়গায় গানের ভিডিও নির্মিত হয়েছে। গানটি প্রকাশ্যে আসতে না আসতেই দর্শকদের প্রচুর সাড়া ও সাপোর্ট পাচ্ছি

সৈয়দ অমি বলেন, ‘সব সময় ভিন্ন গায়কীর মাধ্যমে দর্শক-শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা থেকেই এই গানটি নির্মিত হয়েছে। এরই মধ্যে গানটি শ্রোতারা পছন্দ করেছেন। তাদের ভালোবাসায় আমরা মুগ্ধ।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত