Homeবিনোদনহঠাৎ করেই বিয়েটা করা, পরিকল্পনা ছিল না : কেয়া 

হঠাৎ করেই বিয়েটা করা, পরিকল্পনা ছিল না : কেয়া 

[ad_1]

ঢাকাই ছবির অন্যতম সুন্দরী নায়িকা সাবরিনা সুলতানা কেয়া বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কেয়ার স্বামী মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় ব্যবসায়ী।

শুক্রবার (২৯ নভেম্বর) কালবেলাকে কেয়া বলেন, হঠাৎ করেই বিয়েটা করা, তেমন কোনো পরিকল্পনা ছিল না। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। আমার ও মোস্তাকের মা চাইছিলেন বিয়েটা হোক। দুই পরিবারের ইচ্ছাতেই বিয়ে হয়েছে। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন। যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি।

হানিমুনে কোথায় যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, আমার মা অসুস্থ। তাই এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাত্র তো বিয়ে হলো, সামনে দেখি কোথায় যাওয়া যায়।

এটি প্রেমের বিয়ে কিনা প্রশ্নে কেয়া বলেন, একদমই না। সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের প্রস্তুতির জন্য সময়ও পাইনি। বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

‘কঠিন বাস্তব’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন কেয়া। তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। ক্যারিয়ারে নষ্ট, সাহসী মানুষ চাই, রাজধানীর রাজা, আন্ডারওয়ার্ল্ড, ‘ব্লাক মানিসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন কেয়া। সিনেমার পাশাপাশি বিশেষ দিবসের বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি।

কেয়া অভিনীত ‘কাঠগেfলাপ’ দেশে সেন্সরজনিত কারণে আটকে রয়েছে। তবে সিনেমাটি বুলগেরিয়া, ভারত, আমেরিকাসহ বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আটটি পুরস্কার জিতেছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরও কয়েকটি সিনেমা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত