Homeবিনোদনহাসপাতাল থেকে বাসায় ফিরলেন মিশা সওদাগর

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মিশা সওদাগর

[ad_1]

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। পায়ের লিগামেন্টজনিত সমস্যার কারণে আমেরিকার একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় এই অভিনেতার। আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তার হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি সুস্থ আছেন এমনটিই লিখে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন এই অভিনেতা।

তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহতালার দরবারে অশেষ শুকরিয়া। বৃহস্পতিবার আমার লিগামেনট অপারেশন ডালাসে সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় অবস্থান করছি। আমি কৃতজ্ঞতা জানাই দেশে-বিদেশে যারা আমাকে দোয়া করেছেন তাদের। বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে। আমার সমিতিকে। আমার দেশের সমস্ত সাংবাদিককে সর্বোপরি দেশ-বিদেশে সবাইকে।

এদিকে গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দাবি করা হয়, জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে মারধর করেছে একদল উত্তেজিত জনতা। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় মারধরের শিকার হচ্ছেন, আর সেটিকে মিশা সওদাগর বলে প্রচার করা হয়।

এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি। যা দেখে অনেক ভক্ত মনে করেন, মারধরের কারণেই মিশা হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে বাস্তবতা হলো, ভিডিওটি ভুয়া। ওই ঘটনার সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের কোনো সম্পর্ক নেই। এটি একটি ভুল ও বিভ্রান্তিকর প্রচারণা মাত্র। অন্যদিকে, হাসপাতালের ছবিটি সত্য হলেও সেটির পেছনের কারণ সম্পূর্ণ ভিন্ন।
হাঁটুর পুরোনো চোটের কারণে অস্ত্রোপচার করাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিশা সওদাগর। সেখানেই ছবিটি তোলা হয়েছিলো।

উল্লেখ্য, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত