Homeবিনোদনহুমকি পাওয়ার অভিযোগ অস্বীকার করলেন অভিনেত্রী

হুমকি পাওয়ার অভিযোগ অস্বীকার করলেন অভিনেত্রী

[ad_1]

এবারের কান উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়েছে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’। ২২ মে প্রকাশ করা হয় সিনেমার ট্রেলার। কিন্তু প্রকাশের কয়েক ঘণ্টা পরই তা সরিয়ে নেওয়া হয়। কারণ হিসেবে নির্মাতা জানান, ট্রেলার প্রকাশের পর অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। সে কারণে বাধ্য হয়ে তিনি ট্রেলারটি সরিয়ে নেন। তবে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন ফারহানা হামিদ।

নির্মাতা এবাদুর রহমান বলেন, ‘ট্রেলার রিলিজের পর সিনেমার অভিনয়শিল্পী ফারহানা হামিদ বলেন, তাঁর ওপর বিভিন্ন ধরনের চাপ তৈরি হচ্ছে। একজন শিল্পীকে তো আমি বিপন্নে ফেলতে পারি না। আমার নৈতিক দায়িত্ব তাঁকে রক্ষা করা। এ কারণে ট্রেলার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে জানতে ফারহানা হামিদের সঙ্গে যোগাযোগ করলে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। ফারহানা হামিদ বলেন, ‘ব্যাপারটি আসলে হুমকি নয়। কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমন ট্রেলার আমার জন্য বিপজ্জনক হতে পারে। কনসার্নের জায়গা থেকে পরিচালককে আমি সেটাই বলেছি।’

ফারহানা আরও বলেন, ‘আমি পরিচালককে বলেছি, ট্রেলারটা যেভাবে সাজানো হয়েছে, তাতে আমি কিছুটা আতঙ্কগ্রস্ত। প্লিজ সেভ মি! যদি সত্যি সত্যি হুমকি দেওয়া শুরু হয়! তার আগেই পরিচিত অনেকে বলেছে, আপাতত এভাবে না হলে ভালো হয়। তার মানে এটা নয় যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই মুহূর্তে মানুষকে উত্তেজিত না করাটাই বেটার। সত্যি বলতে, আমি কোনো রকম বিতর্কে জড়াতে চাই না।’

অভিনেত্রী অস্বীকার করলেও নির্মাতা তাঁর কথায় অটল। এবাদুর রহমান বলেন, ‘ফারহানা হামিদ আমাকে সরাসরি বলেছেন, ‘‘এবাদ ভাই আমি দেশে থাকতে পারব না, প্লিজ সেভ মি।” আমার কাছে আছে সেই টেক্সট। কনসার্নের জায়গা থেকে তিনি যদি বলে থাকেন, তাহলে আমাকে সেভ মি বলার কারণ কী? যেটা হয় আরকি, যাঁরা দেশে থাকেন বা দেশে কাজকর্ম করতে হয়, তাঁদের মনে হয় সত্যি কথা বলা খুব মুশকিল। প্রতি মুহূর্তে চাপের মধ্যে তাদের গল্প পরিবর্তন হয়ে যায়। আর আমাদের পড়তে হয় অস্বস্তির মধ্যে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত