Homeবিনোদনহ্যালির ধূমকেতুর দুটি গান | কালবেলা

হ্যালির ধূমকেতুর দুটি গান | কালবেলা

[ad_1]

অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। অভিনয়ের পাশাপাশি গনের সঙ্গেও গভীর সর্ম্পক রয়েছে তার। রয়েছে ‘হ্যালির ধূমকেতু’ নামে একটি ব্যান্ডও। এবার দলটি প্রথমবারের মতো নিজেদের ২টি গান প্রকাশ করেছে অডিও আকারে।

এ নিয়ে বর্ষণ বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই প্রথমবার আমাদের ব্যান্ড ‘হ্যালির ধূমকেতু’ নিজেদের ২টি গানের অডিও ভার্সন প্রকাশ করেছে। নতুন বছরে গান দুটি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিক, স্পটিফাই ও আইটিউনসসহ গ্লোবাল অনেকগুলো অডিও প্ল্যাটফর্ম শোনা যাচ্ছে। আপনাদের সবাইকে গান দুটি শোনার আমন্ত্রণ রইলো।’

গান দুটির শিরোনাম ‘মেঘে মেঘে’ এবং ‘হাওয়ায় চিঠি’। এর মধ্যে ‘হাওয়ায় চিঠি’ লিখেছেন মহি মুহাম্মদ আর সুর করেছেন আহমেদ রাজীভ। এ ছাড়া ‘মেঘে মেঘে’ গানটির কথা ও সুর বর্ষণের করা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত