Homeবিনোদন১৩২ হলে দেখা যাচ্ছে শাকিব-জয়ার ‘তাণ্ডব’, বাকিরা পেল কয়টি হল

১৩২ হলে দেখা যাচ্ছে শাকিব-জয়ার ‘তাণ্ডব’, বাকিরা পেল কয়টি হল

[ad_1]

কোরবানির ঈদ উপলক্ষে আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। হলের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’। ১৩২ টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি এরপরেই আছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের ‘ইনসাফ’।

প্রতি ঈদেই সিংগেলস্ক্রিন দখলে থাকে শাকিব খানের। এই ঈদে সেই প্রভাবটা যেন আরও বেশি। হল সংকটের সময়েও ১৩২ হলে মুক্তি পেয়েছে তাণ্ডব। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এটিকে সাম্প্রতিক সময়ের রেকর্ড বলে দাবি করছে ৷ হল লিস্ট প্রকাশ করে ফেসবুকে সিনেমার প্রযোজক ও কলাকুশলীরা লিখেছে, ‘সমসাময়িক সময়ে সর্ববৃহৎ রিলিজ।’

তাণ্ডব সিনেমার হল লিস্ট। ছবি: সংগৃহীত
তাণ্ডব সিনেমার হল লিস্ট। ছবি: সংগৃহীত

সর্বশেষ কয়েকটি সিনেমার মতো এ সিনেমায়ও শাকিব খানকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। মুখোশ পরে দলবল নিয়ে একটি টিভি চ্যানেলে ঢোকে নায়ক। হত্যা করে প্রতাপশালী এক ব্যক্তিকে। ওই ভবনের সবাইকে জিম্মি করে রাখে। ভেতরে ঘটে উত্তেজনাকর পাল্টাপাল্টি সংঘর্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চলে টান টান লড়াই। নায়কের এই অভিযানের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প। এ সিনেমা দিয়ে এক দশক পর একসঙ্গে পর্দায় দেখা যাবে শাকিব ও জয়াকে। তবে জুটি নয় প্রতিদ্বন্দ্বী হিসেবে৷ প্রকাশিত টিজারে এমনটাই আঁচ করা গেছে। এতে শাকিবের নায়িকা সাবিলা নূর। সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফী।

ইনসাফ সিনেমার পোস্টার। ছবি ' সংগৃহীত
ইনসাফ সিনেমার পোস্টার। ছবি ‘ সংগৃহীত

হলের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ইনসাফ’। ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমাটি। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আরও আছেন মোশাররফ করিম। বানিয়েছেন সঞ্জয় সমদ্দার৷ গল্পে দেখা যাবে, ঢাকা শহরে হঠাৎ অপরাধের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অনেকে ভাবছে, একসময়ের ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। এমন পরিস্থিতিতে একটি পুরোনো মামলার নতুনভাবে তদন্ত শুরু করে পুলিশ কর্মকর্তা ফারিণ।

উৎসব সিনেমার পোস্টারে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত
উৎসব সিনেমার পোস্টারে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

তানিম নূরের ‘উৎসব’ দেখা যাচ্ছে সিনেপ্লেক্সগুলোতে৷ স্টার সিনেপ্লেক্সের ৫টি ও যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও কেরানিগঞ্জের লায়ন সিনেমায় মুক্তি পেয়েছে সিনেমাটি৷ চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে উৎসব। কৃপণ এক বয়স্ক ব্যক্তিকে ঘিরে গল্প। এক উৎসবের রাতে তার সঙ্গে পুরোনো কয়েক ব্যবসায়িক অংশীদারের আত্মার সাক্ষাৎ ঘটে। সেসব আত্মা তাকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। এই অভিজ্ঞতার পর ধীরে ধীরে একজন দয়ালু ও ভদ্রলোকে পরিণত হয় কৃপণ লোকটি। অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

এশা মার্ডার সিনেমায় বাঁধন। ছবি: সংগৃহীত

এশা মার্ডার সিনেমায় বাঁধন। ছবি: সংগৃহীত

ঢাকার স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায় মুক্তি পেয়েছে ‘এশা মার্ডার: কর্মফল’৷ সিনেমার গল্পে দেখা যাবে একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিন মেয়ে। তিনটি খুনই হয় ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই-বা কে? উত্তর খুঁজতে শ্বাসরুদ্ধকর অভিযানে নামে পুলিশ কর্মকর্তা লিনা। পুলিশ কর্মকর্তা লিনা চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন৷ সানী সানোয়ারের পরিচালনায় এতে আরও আছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, ফারুক আহমেদ প্রমুখ।

টগর সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

টগর সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

পোস্টার, গান, টিজার দিয়ে প্রচারে এগিয়ে থাকলেও হলের দিক দিয়ে সুবিধা করতে পারেনি আলোক হাসানের ‘টগর’। প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার পক্ষ থেকে এখনো হল লিস্ট প্রকাশ করা হয়নি। জানা গেছে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমার পাশাপাশি ঢাকার আজাদ সিনেমা হলে চলছে সিনেমাটি। টগর সিনেমায় দেখা যাবে বন্দর এলাকার গল্প। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর। কিন্তু সে-ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তাঁর বিপরীতে আছেন পূজা চেরি।

নীলচক্র সিনেমার পোস্টার। ছবি :সংগৃহীত

নীলচক্র সিনেমার পোস্টার। ছবি :সংগৃহীত

ঈদের আগেই নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছিল শুরুতে সিনেপ্লেক্সে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে ‘নীলচক্র’ সিনেমার। সেই মোতাবেক স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায় দেখা যাচ্ছে নীলচক্র। সিনেমার গল্পে দেখা যাবে, প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়া ও গেমের নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্য সিদ্ধি করে নিচ্ছে। অনেকে পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত