Homeবিনোদন২৯ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন এ আর রহমান

২৯ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন এ আর রহমান

[ad_1]

অস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর (আল্লারাখা) রহমানের ৩০ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।

১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে তাদের।

আইনজীবীর ওই বিবৃতিতে বলা হয়েছে—প্রখ্যাত সংগীত শিল্পী এ আর রহমান ও সায়রা বানু উভয়ের সম্মতি ও নির্দেশে তাঁদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করা হচ্ছে।

এতে বলা হয়েছে—বিয়ের বহু বছর পর সায়রা এবং তাঁর স্বামী এ আর রহমান একে অপরের থেকে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দাম্পত্য জীবনে অনেক বড় মানসিক চাপের পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা।

এ দম্পতি উভয়েই জোর দিয়ে উল্লেখ করেছেন, সম্পর্কে ‘তীব্র যন্ত্রণা’ ও ‘আঘাত’ থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে অনুরোধ করে ওই দম্পতি জানিয়েছেন, তারা এই সময়ে আরও বেশি কঠিন সময় পাড় করছেন। সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য না করতে ভক্তদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন তারা।

এ আর রহমানের একমাত্র ছেলে আমিন ইনস্টাগ্রামে এক পোস্টে তাদের ‘পারিবারিক গোপনীয়তা’ রক্ষার সকলের জন্য অনুরোধ করেছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত