Homeবিনোদন২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 


টিকটক বা ফেসবুক রিলসে ঢুকলেই ভেসে আসে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আকুতির গান ‘তোমার ব্যথায় আমি’। জাকারিয়া সৌখিন নির্মিত ‘মন দুয়ারী’ নাটকের গান এটি। ব্যয়বহুল নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার সুপারস্টার অপূর্ব ও সময়ের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী নীহা।

নাটকের সিচুয়েশনাল গান ‘তোমার ব্যথায় আমি’। ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়ার সময় গানটি বাকগ্রাউন্ডে বাজতে থাকে। সেসময় দর্শকের হৃদয়েও অন্যরকম এক আলোড়ন তোলে এই গান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ ও কনা। হৃদয় ছোঁয়া গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন। তার কাছেই জানতে চাওয়া হয় গানটি তৈরির পেছনের গল্প। মূলত গানটি শিল্পী ও সংগীত পরিচালক নাজির মাহমুদই গল্পের প্লট বলে গানটি লিখার দায়িত্ব দেন লিমনকে। মাত্র দুই ঘণ্টায় গানটি লিখেছেন গীতিকার।

গানটি নিয়ে লিমন কালবেলাকে বলেন, আমাকে যখন নাটকের গল্পটি বলা হলো সব কিছু চোখের সামনে ভাসছিল। দুজন ভালোবাসার মানুষের দূরে সরে যাওয়ার কষ্ট আমি কথামালার মধ্যে তুলে ধরেছি। সত্যি বলতে ২ ঘণ্টার মধ্যেই আমি পুরো গানটি লিখেছি।

গানটির সাড়া নিয়ে তিনি আরও বলেন, ইউটিউবের পাশাপাশি বিভিন্ন প্লাটফর্মে গানটি বাজতে শুনছি। আমার আশে পাশেরও অনেককেই দেখি গান শুনতে। টিকটক বা রিলসে গানটির লাইন ব্যবহার করছে। এটা আসলে খুব ভালো লাগার।

ক্যারিয়ারে অসংখ্য গান লিখেছেন মেহেদী হাসান লিমন। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ইমরানের ‘এমন একটা তুমি চাই’ ও ‘আমার কাছে তুমি অন্যরকম’, আসিফ আকবর ও কর্ণিয়ার ‘কি করে তোকে বোঝাই’, মিনারের ‘তুই থাকলে রাজি (চোখ)’, তাহসানের ’ভালোবাসি তাই’, শেখ সাদির ‘দাড়ীকমা’, মাহতিম সাকিবের ‘বলো আমায় কখনো ছেড়ে যাবেনা’, প্রত্যয় খানের ‘অপরাধী’ ও ‘আর নয় ভালোবাসা’, এলিটার ‘চোখেরই নীলে’ ও তানজীব সারওয়ারের ‘কি মায়া’ অন্যতম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত