Homeবিনোদন৫১ বছর বয়সেও অবিবাহিত অক্ষয় খান্না

৫১ বছর বয়সেও অবিবাহিত অক্ষয় খান্না

[ad_1]

প্রেমের মরা জলে ডুবে না। যে একবার প্রেমের অনলে পুড়েছে সে জানে এর জ্বালা কেমন। এ কথাগুলো যেন মিলে যায় বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্নার সঙ্গে। বয়স ৫১ বছর হলেও এখনো অবিবাহিত রয়ে গেছেন এ অভিনেতা। একাধিক প্রেমের সম্পর্ক থাকলেও শেষ পর্যন্ত কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধা হয়নি এই খ্যাতনামা অভিনেতার।

জানা যায়, বলিউডে একসময় অক্ষয়ের প্রেমের তালিকায় ছিল রিয়া সেন ও ঐশ্বরিয়া রায়ের নাম। তবে সবচেয়ে বেশি চর্চায় ছিল তার সঙ্গে অভিনেত্রী কারিশমা কাপুরের প্রেম। বলিপাড়ার গুঞ্জন, একসময় কারিশমার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষয়।

আরও জানা যায়, অজয় দেবগণের সঙ্গে বিচ্ছেদের পর অক্ষয়ের সঙ্গে সম্পর্কে জড়ান কারিশমা। এমনকি, কারিশমার বাবা রণধীর কাপুর নাকি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়েও গিয়েছিলেন অক্ষয়ের কাছে। কিন্তু বাধা হয়ে দাঁড়ান কারিশমার মা, অভিনেত্রী ববিতা কাপুর।

সে সময় কারিশমা বলিউড ক্যারিয়ারের শীর্ষে। ববিতার মতে, বিয়ের পর মেয়ে অভিনয় ছাড়তে বাধ্য হবে। এই আশঙ্কাতেই তিনি সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেন। আর সেই বিরোধ থেকেই অক্ষয়-কারিশমার প্রেমের ইতি ঘটে।

এরপর কারিশমা সম্পর্কে জড়ান অভিষেক বচ্চনের সঙ্গে। যদিও বাগদান পর্যন্ত গড়ালেও, শেষপর্যন্ত সে সম্পর্কও ভেঙে যায়। এরপর ২০০৩ সালে কারিশমা বিয়ে করেন দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরকে। এক দশকেরও বেশি সময় তাদের দাম্পত্য জীবন স্থায়ী হলেও, ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই দম্পতির।

এদিকে একাধিক প্রেমের গুঞ্জনের পরও আজও অবিবাহিত অক্ষয় খান্না। বলিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিলেও, ব্যক্তিগত জীবনে তিনি রয়ে গেছেন একা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত