Homeবিনোদন৫৭ বছর বয়সে বাবা হচ্ছেন আরবাজ খান

৫৭ বছর বয়সে বাবা হচ্ছেন আরবাজ খান

[ad_1]

সাতান্ন বছর বয়সে জীবনের নতুন ইনিংস। ফের বাবা হচ্ছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। মুখে কিছু না বললেও পাপারাজ্জিদের ক্যামেরা আর শুভেচ্ছায় ধরা পড়ে গেলেন এই অভিনেতা। গালে লজ্জার আভা, ঠোঁটে মৃদু হাসি, সবই যেন অজানাকে স্বীকার করার এক নিঃশব্দ ইঙ্গিত।

সম্প্রতি মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁয় স্ত্রীর সঙ্গে রাতের খাবার সেরে বের হওয়ার সময় ধরা পড়েন আরবাজ ও তার দ্বিতীয় স্ত্রী সুরা খান। সুরার পরনে ছিল ফুল ছাপা খাটো পোশাক। যদিও গর্ভাবস্থার ইঙ্গিত স্পষ্ট ছিল না, তবুও তার শরীরের পরিবর্তন নজর এড়ায়নি কারও। আর সেই মুহূর্তেই শুরু হয় গুঞ্জন। তবে তারা কি বাবা-মা হতে চলেছেন?

পাপারাজ্জিরা যখন শুভেচ্ছা জানান, আরবাজ সরাসরি উত্তর না দিলেও তার মুখে দেখা যায় মৃদু হাসি। সেই হাসির ছায়া সুরার মুখেও। পুরো ভিডিও দৃশ্যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

যদিও সেসময় বিরক্ত হননি দম্পতি। সুরাকে যত্ন করে গাড়িতে বসিয়ে আরবাজ হালকা কণ্ঠে বলেন, আপনারা এখন যেতে দিন। কিছু কিছু বিষয় বুঝতে হবে তো। তার এই মন্তব্য যেন পরিষ্কার করে দিল, ব্যক্তিগত এই মুহূর্ত নিয়ে বেশি চর্চা চান না তিনি।

২০২৩ সালের ডিসেম্বরে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন আরবাজ ও সুরা। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে আরবাজের একমাত্র পুত্র, আরহান খান, বর্তমানে পড়াশোনা করছেন বিদেশে।

এই মুহূর্তে আরবাজ ও সুরার এই সম্ভাব্য খুশির খবর নিয়ে সরগরম বলিউড। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে অফিশিয়ালি এই খুশির খবর প্রকাশ করবেন এই দম্পতি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত