Homeবিনোদন৭ বছর পর শুরু হচ্ছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা

৭ বছর পর শুরু হচ্ছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা

[ad_1]

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছেন অনেক তারকা। জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরীদের শুরু এই রিয়েলিটি শো থেকে। সাত বছর পর আবারও শুরু হচ্ছে লাক্স সুপারস্টার। ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

২০০৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় লাক্স সুপারস্টার। প্রথম আসরে সেরা সুন্দরীর খেতাব জিতে নেন শানারেই দেবী শানু। এরপর এই প্রতিযোগিতা থেকে উঠে আসেন জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদের মতো তারকারা। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার পর তাঁদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে। ২০১০ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা টানা অনুষ্ঠিত হলেও এরপর ভাটা পড়ে। এক বছর বিরতি দিয়ে ২০১২ সালে ফিরলে আবার দুই বছরের জন্য বন্ধ হয়ে যায়। ২০১৪ সালের আয়োজনের পর বিরতিটা ছিল চার বছরের। সর্বশেষ ২০১৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা। এরপর আর কোনো আয়োজন হয়নি এই প্রতিযোগিতার। অবশেষে ৭ বছর পর আবার নতুন তারকার খোঁজে শুরু হচ্ছে এই আয়োজন।

৬ মে থেকে শুরু হয়েছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার রেজিস্ট্রেশন, চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা অংশ নিতে পারবেন এই রিয়েলিটি শোয়ে। লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার করা রেজিস্ট্রেশন লিংকে গিয়ে করতে হবে ফরম পূরণ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে পরিবর্তন আনা হয়েছে রিয়েলিটি শোয়ের ফরমেটে। অ্যাক্টিং ও স্টাইলিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে কনটেন্ট মেকিংয়ের যোগ্যতা।

লাক্স সুপারস্টারের এবারের আয়োজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী। গতকাল লাক্সের ফেসবুক পেজে শেয়ার করা প্রমোশনাল ভিডিওতে এমনটা জানানো হয়। সেই ভিডিও শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘২০০৯-এ যখন আমি লাক্স সুপারস্টারে রেজিস্ট্রেশন করলাম, সত্যি বলতে আমিও তখন একটু নার্ভাস ছিলাম। এত বড় একটা প্ল্যাটফর্ম, বড় বড় মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করা, সবটা নিয়েই। কিন্তু এই প্ল্যাটফর্মই আমাকে সাহস দিয়েছে এত দূর আসার। এবার যারা পার্টিসিপেট করছ, তাদের সঙ্গে আমি থাকব শুরু থেকে শেষ পর্যন্ত।’

জয়া, মেহজাবীন ও রাফী ছাড়াও প্রতিযোগিতার প্রমোশনে অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা। জানা গেছে, শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত জানাবেন আয়োজকেরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত