Homeবিনোদন৮ বউ নিয়ে মোশাররফ করিম আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’

৮ বউ নিয়ে মোশাররফ করিম আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’

[ad_1]

ট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ, তাই দ্বিধায় পড়ে যায় সে। না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় আব্বাসকে। এরপরই শুরু হয় গন্ডগোল। আব্বাসের আট সংসারে শুরু হয় নানা ঝামেলা। এমন গল্পে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন ‘বোহেমিয়ান ঘোড়া’।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এমনটা জানা গিয়েছিল গত বছরের মার্চে। এবার প্রকাশ পেল এই সিরিজে মোশাররফ করিমের বউয়ের চরিত্রে অভিনয় করা শিল্পীদের নাম। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।

নির্মাতা জানিয়েছেন, বোহেমিয়ান ঘোড়ায় রুনা খানের চরিত্রটি গরম মেজাজ এবং আত্মবিশ্বাসী এক নারীর। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমী হামিদ অভিনয় করেছেন নারী মৌয়ালের চরিত্রে। ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায় আছেন সাদিয়া আয়মান। এ ছাড়া রোবেনা রেজা জুঁইকে দেখা যাবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছেন ফারহানা হামিদ, তাঁর চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। আর থাকছেন অদিতি ও বৃষ্টি নামের দুজন নতুন মুখ।

বোহেমিয়ান ঘোড়া সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। দর্শক বোহেমিয়ান ঘোড়া সিরিজে সম্পূর্ণ নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস।’

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলায়, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে এই সিরিজে। আরও আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। সিরিজের সঙ্গে যুক্ত সবার দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর।’

চলতি মাসে হইচইতে মুক্তি পাওয়ার কথা সিরিজটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত