Homeরাজনীতিঅন্তর্বর্তী সরকারের আস্থার সংকট কেটে যাবে: সাইফুল হক

অন্তর্বর্তী সরকারের আস্থার সংকট কেটে যাবে: সাইফুল হক


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকার এখন আরও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবে, সরকারের মধ্যে আস্থার যে সংকট তৈরি হয়েছে আশা করি তাও কেটে যাবে।

সোমবার (৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভা তিনি এসব কথা বলেন। সভায় সরকারের দুই মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বলা হয় অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহযোগিতা অব্যাহত থাকবে। সভায় সংস্কার কমিশনগুলোকেও সার্বিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল ও জনগণের সমর্থনকে কাজে লাগাতে হবে। বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক সাফল্যই হারিয়ে যাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু,  মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত