Homeরাজনীতিআওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে: আমিনুল হক

আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে: আমিনুল হক

[ad_1]

পতিত আওয়ামী স্বৈরাচারী শাসন গত ১৭ বছরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজের পর মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। তার এ স্বৈরাচারী শাসনে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিচার বিভাগ থেকে শুরু করে দেশের প্রশাসনিক ব্যবস্থায় তারা দলীয়ও রাজনীতিকরণ করেছে, শেয়ার বাজার লুটপাট, ব্যাংক ডাকাতি, রাষ্ট্রের সম্পদ লুটপাট, ভোট জালিয়াতিও তারা করেছে।’

তিনি বলেন, বিএনপি শুধু মেহমানদারিই নয়, গত ১৭ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক কার্যক্রম করে আসছে। দেশে যেকোনও ক্রান্তিলগ্নে যেমন- কারোনাকালীন কঠিন সময়ে, বন্যার্তদের সহায়তা এবং দেশে মহামারির সময়ে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্ব কাজ করেছে এবং মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মুকছেদুর রহমান আবির, মোতালেব হোসেন হাওলাদার, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো. মনিরুজ্জামান মনির, পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া, সিনিয়র সহসভাপতি আলীম মিরাজ, সাধারণ সম্পাদক আসলাম গাজী, শহিদুল ইসলাম চানসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাধে হজরত আবুবকর সিদ্দিক (রা.) জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মৃত ব্যক্তিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত লাশের হিমঘর ও গোসলখানার স্থান উদ্বোধন করেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত