Homeরাজনীতিআগুন থেকে শিক্ষা নিয়ে নথিপত্র ডিজিটালাইজড করার দাবি নুরের

আগুন থেকে শিক্ষা নিয়ে নথিপত্র ডিজিটালাইজড করার দাবি নুরের

[ad_1]

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা সরকারি গুরুত্বপূর্ণ ফাইলগুলো যেভাবে এনালগ পদ্ধতিতে হ্যান্ডেল করি— ফাইলগুলো এভাবে রাখা উচিত না। এগুলো ডিজিটালাইজড করা দরকার। তাহলে এই ডকুমেন্টসগুলো কোনও না কোনোভাবে থাকতো। আমরা আশা করি সরকার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নথিপত্রকে ডিজিটালাইজড করবে এবং ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করবে। একইসঙ্গে দ্রুততম সময়ে এই ঘটনার সঠিক এবং স্বচ্ছ তদন্ত করবে সরকার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নুর বলেন,  এই আগুন কোনও স্বাভাবিক ঘটনা মনে হয়নি। এটি পরিকল্পিত ঘটনা হয়ে থাকতে পারে। সচিবালয়ে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলো। এটি এমনিতে কোনও দুর্ঘটনা নাকি মানবসৃষ্ট পরিকল্পিত ষড়যন্ত্র— সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা দেখছি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করার জন্য নানা ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুনের সূত্রপাত এক জায়গা থেকে নাকি একাধিক জায়গা থেকে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে বিভিন্ন জায়গা থেকে যে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত