Homeরাজনীতিআগে জাতীয় নির্বাচন দিন, পরে স্থানীয় নির্বাচন: রিজভী

আগে জাতীয় নির্বাচন দিন, পরে স্থানীয় নির্বাচন: রিজভী

[ad_1]

Ajker Patrika

আগে জাতীয় নির্বাচন দিন, পরে স্থানীয় নির্বাচন: রিজভী

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩৫

Photo

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা

আগে জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরে স্থানীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই আহ্বান জানান। মানিকারচর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ ভূঁইয়া সভাপতিত্ব করেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। সরকার কি তবে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যাঁরা ক্ষমতায় আসবেন, তাঁদের বিশ্বাস করে না? এই অবিশ্বাসের কারণেই তো ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, বাক্‌স্বাধীনতা হরণ করা হয়েছিল, দেশের সম্পদ লুট করা হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করুন এবং জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

রিজভী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস সরকার বিপ্লবের ফলে একটি জনসমর্থিত সরকার। এ সরকারকে নিশ্চিত করতে হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেটাতে জনগণ ভোট দিতে পারবে।’

শেখ হাসিনার পতন না হলে বিএনপির নেতাদের ফাঁসি হতো উল্লেখ করে এই নেতা বলেন, ‘শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য পাখির মতো মানুষ হত্যা করেছে। শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা দেখে দেশের ছাত্র-জনতা জীবন বাজি রেখে হাসিনাকে উৎখাত করতে মাঠে নেমেছিল।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক এ এফ এম তারেক মুন্সি, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত