Homeরাজনীতিআমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত: সাইফুল হক

আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত: সাইফুল হক

[ad_1]

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমলারা সরকারকে জিম্মি করে ফেলছে কিনা, সেই প্রশ্ন দেখা দিয়েছে। যে আমলাদের সঙ্গে ছাত্র- শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের কোনও সম্পর্ক ছিল না, তাদের পরামর্শে সরকারকে ভুল করলে চলবে না।

রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ‘বর্ধিত ভ্যাট ও করের বোঝা থেকে মানুষকে রক্ষা করো, আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা নিপীড়ন রুখে দাঁড়াও’ শীর্ষক বিক্ষোভ মিছিল-সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, রাষ্ট্র ও সমাজে বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের কোনও মনোযোগ দেখা যাচ্ছে না। রাজনৈতিক সংস্কারে সরকারের যত আগ্রহ, সমাজের সীমাহীন বৈষম্য দূরীকরণে সরকারের তেমন আগ্রহও নেই। অথচ  অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে না পারলে  রাজনৈতিক সংস্কার তেমন কোনও কাজে দেবে না,  রাজনৈতিক সংস্কার টেকসইও হবে না।

তিনি বলেন, বাজার পরিস্থিতি এখনও অনেকটা বেসামাল। সরকার কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। সাড়ে ৫ মাস পর বাজার নিয়ন্ত্রণে এখন জনগণ সরকারের কাছে আর কোনও অজুহাত শুনতে চায় না। মানুষকে স্বস্তি আর নিরাপত্তা দিতে না পারলে ভালো রাজনৈতিক সংস্কারও মানুষ গ্রহণ করতে পারবে না।

সাইফুল হক আদিবাসী ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী ও পুলিশী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই হামলা আক্রমণকারী  গণঅভ্যুত্থান, দেশবিরোধী শক্তি। এদের তৎপরতা হিংসা ও বিভাজনের রাজনীতিকে আরও উসকে দেবে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য  বহ্নিশিখা জামালী, আকবর খান প্রমুখ।  সমাবেশ শেষে পার্টির বিক্ষোভ মিছিল তোপখানা রোড, বিজয়নগর হয়ে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত